২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী রোটারিয়ান রেজাউলের সমর্থনে লাউয়াইতে মতবিনিময়

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট সিটি কর্পোরেশনের আসন্ন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সিলাম পিএল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তরুণ সমাজসেবী, রোটারিয়ান রেজাউল ইসলামের সমর্থনে লাউয়াইতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল শুক্রবার রাতে প্রার্থীর বাসভবন প্রাঙ্গনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়ার সভাপতিত্বে ও সিলেট জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় এতে লাউয়াই গ্রামের ৫ পাড়ার মুরব্বিয়ানদের মধ্যে বক্তব্য রাখেন লাউয়াই পঞ্চায়েত কমিটির প্রধান উপদেষ্টা, বিশ্বপর্যটক আলহাজ্ব বুরহান আহমেদ, পঞ্চায়েত কমিটির সভাপতি নিজাম উদ্দিন, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক গোলাম হাদী ছয়ফুল, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব মোহাম্মদ খসরু, নূরজাহান মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ডা. মিফতাহুল হোসেন সুইট, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, পঞ্চায়েত কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক নজমুল ইসলাম খসরু, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুস ছত্তার, সহ-সভাপতি রিজ্জাদ আহমদ, যুক্তরাজ্যস্থ লাউয়াই এসোসিয়েশনের অন্যতম সদস্য আব্দুল হান্নান, বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী হাজী হাবিবুর রহমান হুরু মিয়া, ইলিয়াছ আলী, নুরুল হক, ফয়েজ আহমেদ, কামাল আহমেদ, সায়েম আহমদ, লোকমান আহমদ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন ডা. এনামুল হক। শুরুতে কাউন্সিলর প্রার্থী রেজাউল ইসলাম তার লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করে দীর্ঘ বক্তব্য রাখেন।

বক্তারা রেজাউল ইসলামকে একজন সুযোগ্য প্রার্থী হিসেবে উল্লেখ করে বলেন, শিক্ষা-দীক্ষা, সমাজসেবা, খেলাধুলাসহ সমাজের কল্যাণে নানা কর্মকান্ডের সাথে তিনি যুক্ত রয়েছেন। একজন তরুণ সমাজকর্মী হিসেবে ইতোমধ্যেই তিনি এলাকার যুবসমাজের মধ্যে একটি অবস্থান সৃষ্টি করেছেন। মানুষ গড়ার কারিগর হিসেবে এলাকাবাসী তার মতো সচেতন একজন ব্যক্তিকেই ওয়ার্ডের জনপ্রতিনিধির আসনে দেখতে চায়।বক্তারা তার প্রতি শুভ কামনা ব্যক্ত করে বলেন, নবগঠিত ২৯নং ওয়ার্ডের আগামী দিনের উন্নয়নের কান্ডারি হিসেবে রেজাউল ইসলামের মতো একজন সুযোগ্য ব্যক্তিত্ব নির্বাচিত হলে বৈষম্যহীনভাবে এলাকার অগ্রগতি সাধিত হবে।মতবিনিময় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত এবং শেষে মোনাজাত পরিচালনা করেন লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও পেশ ইমাম হাফেজ মাওলানা আলী আহমেদ।

You might also like