২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সাহেদ খান স্বপনের সমর্থনে লাউয়াইতে গণজমায়েত

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ২৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী, সদ্যবিলুপ্ত বরইকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম তৈমুর খান বাদশাই’র পুত্র সাহেদ খান স্বপনের সমর্থনে লাউয়াইতে গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে। গত (১৪ মে) রোববার রাতে প্রার্থীর বাসভবন প্রাঙ্গনে ওয়ার্ডের প্রতিটি মহল্লার বাসিন্দাদের উপস্থিতিতে এ জমায়েত অনুষ্ঠিত হয়।লাউয়াই কেন্দ্রীয় জামে মসজিদের সাবেক মোতওয়াল্লি আলহাজ্ব সাহার মিয়ার সভাপতিত্বে ও জেলা সিএনজি অটোরিক্সা মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন প্রার্থীর বড় ভাই আলী আহমদ খান। অন্যদের মধ্যে এতে বক্তব্য রাখেন সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র স্টিয়ারিং কমিটির সদস্য অরিন্দম দাস হাবলু, শাহ স্পোর্টিং ক্লাব, লাউয়াই-এর সভাপতি, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব শাহ আখতার হোসেন টুটুল, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব, সিলেট’র সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, লাউয়াই স্পোর্টিং ক্লাবের সভাপতি গোলাম হাদী ছয়ফুল, লাউযাই পঞ্চায়েত কমিটির নির্বাহী সদস্য রিজ্জাদ আহমদ ও রোটারিয়ান রাসেল মাহবুব, ধরাধরপুর মহল্লার বিশিষ্ট সমাজসেবী হোসেন মোহাম্মদ মিনহাজ, পিরোজপুর মহল্লার বিশিষ্ট সমাজসেবী জাহাঙ্গীর খান, লাউয়াই মহল্লার বিশিষ্ট মুরব্বি ও সমাজসেবী দারা মিয়া, গিয়াস উদ্দিন, কুতুব উদ্দিন, লিয়াকত আলী, ইনতু মিয়া, শ্যামল চন্দ্র নাথ, আব্দুল করিম, মিজানুর রহমান শাহীন, শাহ লুৎফুর রহমান লিলু, আবুল মিয়া, জুবেল আহমেদ, ক্বারী আবুল হোসেন, শাহ ইজ্জাদুর রহমান দীপু প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করা হয়। গণজমায়েতের শেষ প্রান্তে ধন্যবাদ জ্ঞাপন করেন লাউয়াই স্পোর্টিং ক্লাব-এর সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া খান।

বক্তারা বরইকান্দি ইউপি’র সাবেক চেয়ারম্যান মরহুম তৈমুর খান বাদশাই’র স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং বলেন, বাদশাই খান আপাদমস্তক একজন মানবদরদী ব্যক্তি ছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি শুধু বৃহত্তর বরইকান্দি ইউনিয়ন নয়, গোটা দক্ষিণ সুরমাবাসীর কাছে প্রশংসিত হয়েছিলেন। তাঁরই সন্তান হিসেবে সাহেদ খান স্বপন এলাকার উন্নয়নে আত্মনিবেদন করতে সিটি কর্পোরেশনের ২৯নং ওয়ার্ডের কাউন্সিল পদে প্রার্থী হয়েছেন। আমরা তাঁর এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানাই।তারা বলেন, প্রার্থী হিসেবে স্বপন খান আমাদের সামনে যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, যদি নির্বাচিত হন তবে তা রক্ষায় তিনি সর্বোচ্চ সচেষ্ট হবেন বলে আমাদের আশ্বস্ত করেছেন। প্রার্থীর এ আবেদন বিবেচনা করে ভোটারদের তার প্রতি আন্তরিক হওয়ার আহবান জানান।কাউন্সিলর প্রার্থী সাহেদ খান স্বপন বলেন, আমার পিতা সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব তৈমুর খান বাদশাই আপনাদের সেবক ছিলেন। পিতার অনেক অসমাপ্ত কাজ রয়েছে, যেগুলো তিনি মেয়াদকালে সম্পন্ন করতে পারেননি। মূলতঃ সেই অসম্পূর্ণ কাজ শেষ করতে আমি প্রার্থী হয়েছি। নির্বাচনী প্রচারণাসহ সামগ্রিক কর্মকান্ডে আমি ওয়ার্ডবাসীর সহযোগিতা কামনা করি।

You might also like