২ জুন অধিবেশন শুরু, বাজেট উপস্থাপন ৩ জুন

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ আগামী ২ জুন জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হবে। ওইদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে। রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ ক্ষমতাবলে মঙ্গলবার (১১ মে) এ অধিবেশন আহ্বান করেছেন বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।অধিবেশনে আসন্ন ২০২১-২২ অর্থবছরের বাজেট পেশ করা হবে। জানা গেছে, অধিবেশন শুরুর পরের দিন বৃহস্পতিবার (৩ জুন) বাজেট উত্থাপন করা হবে।সংসদ সচিবালয়ের সূত্রে জানা গেছে, করোনাকালের এই অধিবেশন বিগত অধিবেশনগুলোর মতো স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে অনুষ্ঠিত হবে। গত অর্থবছরের মতো এবারও বাজেট অধিবেশনের সংক্ষিপ্ত আকারে হবে।

You might also like