২ নম্বর ওয়ার্ড বিএনপি’র কাউন্সিল সম্পন্ন আওয়ামী লীগের সর্বগ্রাসী লুটপাটে মানুষ দিশেহারা :খন্দকার আবদুল মুক্তাদির

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেট নগর বিএনপি’র ২ নম্বর ওয়ার্ড শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নগরির কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে দ্বি-বার্ষিক এ কাউন্সিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড শাখার আহবায়ক গোলাম মোহাম্মদ চৌধুরী রুস্তমের সভাপতিত্বে ও নগর শাখা নেতা জাকির মজুমদার ও নগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাসুম রাজ্জাক রুমেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সন-এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।প্রধান অতিথি’র বক্তব্যে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, আ’লীগের সর্বগ্রাসী লুটপাটের কারণে দেশের জনগণ চরম দুর্ভোগে রয়েছে। একদিনে অবৈধ সম্পদের পাহাড় গড়ে উঠছে অন্যদিকে সাধারণ মানুষ চরম কষ্টের মধ্যে দিনাতিপাত করছেন।প্রধান বক্তা সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের নতাকর্মীদের পাড়া-মহল্লায় কাঁধে কাঁধ মিলিয়ে গণজাগরণ সৃষ্টি করে আগামী ২০ নভেম্বর বিভাগীয় গণসমাবেশ সফল করে তুলতে হবে।

সম্মেলনের উদ্বোধন করেন নগর শাখার আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী। সম্মানীত অতিথি’র বক্তব্য দেন নগর শাখার সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন নগর শাখার যুগ্ম আহবায়ক ও কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সদস্য ও কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী, সদস্য নেহার রঞ্জন দাস। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নগর শাখার সাবেক সভাপতি নাসিম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শাহীন, এ্যাডভোকেট হাবিবুর রহমান হাবিব, এমদাদ হোসেন চৌধুরী, নগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য ইবনে জাহান তানভীর , নুরুল ইসলাম লিমন, আব্দুল হক। কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে নেহার রঞ্জন দাস, সাধারণ সম্পাদক পদে মামুন ইবনে রাজ্জাক রাসেল ও সাংগঠনিক সম্পাদক পদে নুরুল ইসলাম লিমন নির্বাচিত হন।

You might also like