৩৯ বীর মুক্তিযোদ্ধাকে সচিব-উপসচিব পদমর্যাদা দেয়ার নির্দেশ

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের ৩৯ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদ-মর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট।এ সংক্রান্ত জারি করা রুল যথাযথ ঘোষণা করে রবিবার (১ নভেম্বর) বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি রাজিক আল জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী রেজা-ই-রাব্বী।এর আগে অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের পদোন্নতি বঞ্চিত ৩৯ জন মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদ-মর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা দেওয়ার নির্দেশ চেয়ে রিট দায়ের করা হয়। ২০১৩ সালে দায়ের করা ওই রিটের শুনানি নিয়ে রুল জারি করেন আদালত। আদালত তার রুলে অবসরে যাওয়া বিসিএস প্রশাসনের ৩৯ মুক্তিযোদ্ধা কর্মকর্তাকে সচিব পদ-মর্যাদাসহ অন্যান্য সুযোগ-সুবিধা কেন প্রদান করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন। দীর্ঘদিন পর ওই রুলের শুনানি শেষে রায় ঘোষণা করলেন হাইকোর্ট।

You might also like