৩ আসনের উপনির্বাচনে নৌকার মাঝি চূড়ান্ত হবে আজ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হবে আজ শনিবার (১২ জুন)। সকাল ১১টায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সংসদীয় বোর্ডের সভাপতি শেখ হাসিনা। শুক্রবার (১১ জুন) দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতেই এ সভা অনুষ্ঠিত হবে।ইতোমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে এসব আসনে মনোনয়ন প্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ করা হয়েছে। তিনটি আসনে ৯৪ জন মনোনয়ন প্রত্যাশী ফরম জমা দিয়েছেন।
নির্বাচন কমিশন গত ২ জুন এ তিনটি আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৫ জুন। তফসিল ঘোষণার সময় উপনির্বাচনে ভোট গ্রহণের তারিখ ১৪ জুলাই নির্ধারণ করা হলেও দেশে করোনা সংক্রমণ অতিমাত্রায় বেড়ে যাওয়ায় ইসি ভোট গ্রহণের তারিখ পুনর্নির্ধারণ করেছে। নতুন তারিখ অনুযায়ী, আগামী ২৮ জুলাই এসব আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তবে তফসিল অনুযায়ী অন্যান্য আনুষ্ঠানিকতা অপরিবর্তিত থাকবে।প্রসঙ্গত, গত ১১ মার্চ সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, ৪ এপ্রিল ঢাকা-১৪ আসনের আসলামুল হক এবং ১৪ এপ্রিল কুমিল্লা-৫ আসনের এমপি আবদুল মতিন খসরুর মৃত্যুতে তিনটি আসন শূন্য ঘোষণা করা হয়।