৩ সেপ্টেম্বর বার্মিংহাম বাংলা মেলা

আহমেদ সুহেল
সত্যবাণী

লন্ডনঃ আগামী ৩ সেপ্টেম্বর রোববার বার্মিংহামের আষ্টন পার্কে অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের বাঙালী কমিউনিটির অন্যতম বৃহৎ সম্মিলন বার্মিংহাম বাংলা মেলা ; এবারের বাংলা মেলার নামকরণ করা হয়েছে বিঅন টিভি ইউকে প্রেজেন্ট চিকারস বার্মিংহাম বাংলা মেলা। গণমাধ্যমকর্মীরা ছাড়াও বেশ ক‘জন কাউন্সিলর ও কমিউনিটির নানা সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ১০ অগাষ্ট বৃহস্পতিবার বার্মিংহামের বিয়া লাউঞ্জে অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্টানিকভাবে এই বাংলা মেলা আয়োজনের ঘোষনা দেয় বার্মিংহামের বাংলা গণমাধ্যম ও সংস্কৃতিকর্মীদের সংগঠন একটু অন্যরকম। একটু অন্যরকম গ্রুপ বার্মিংহামে বাঙালীদের নানা বৃহৎ আয়োজন বাংলা মেলা,পিঠা মেলা,ফ্যামেলি ডে ট্রিপ,ম্যাগাজিন অনুষ্টানসহ নানা সৃজনশীল কর্মকান্ড পরিচালনার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী ৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ থেকে বিকাল ৮ টা পর্যন্ত বার্মিংহামের আষ্টন পার্কে অনুষ্ঠিত হবে চিকারস বার্মিংহাম বাংলা মেলা।

বাংলা মেলা পরিচালনা কমিটির চেয়ারম্যান এনাম চৌধুরীর সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সাধারণ সম্পাদক এটিএন বাংলা ইউকের জয়নাল ইসলাম। ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে লালন আর ধারন করেই আগামী ৩ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ থেকে বিকাল ৮ টা পর্যন্ত বার্মিংহামের আষ্টন পার্কে চিকারস বার্মিংহাম বাংলা মেলা অনুষ্টিত হবে উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয় মেলায় বিজাতীয় কোনো সংস্কৃতির ছোঁয়াও থাকবে না ; থাকবে ষোলো আনা বাঙালীয়ানার নানা আয়োজন। এছাড়া মেলার শুরুতে বাহারী পোষাক পরে শিশু কিশোর আর নারীদের অংশগ্রহনে থাকবে বাঙালী নানা ইতিহাস ঐতিহ্যের বহিঃপ্রকাশে আকর্ষনীয় র‌্যালি জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়,বাংলা মেলার মঞ্চে সঙ্গীত পরিবেশন করতে বাংলাদেশ থেকে আসছেন স্বনামধন্য শিল্পি তোশিবা আর পাশাপাশি ব্রিটেন ও ইউরোপের বাংলাদেশী শিল্পিবৃন্দও সঙ্গীত পরিবেশন করবেন। মেলায় দেশীয় নানা খাবার ও বিভিন্ন পন্যের প্রায় অর্ধ শতাধিক ষ্টলও থাকবে। অতিথি হিসেবে এবারের বাংলা মেলায় কয়েকজন বৃটিশ এমপিসহ বার্মিংহাম সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকতা এবং লর্ড মেয়র এবং মুলধারার বিভিন্ন শীর্ষজনসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাঙালী কমিউনিটির শীর্ষজন এবং গণমাধ্যমকর্মীরাও যোগ দেবেন বলেও উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। এসময় মেলা সফল করতে কমিউনিটির সকলের সর্বাঙ্গীন সহযোগিতা কামনা করা হয়।সংবাদ সম্মেলনে যোগ দিয়ে বার্মিংহামের বাংলা মেলা সফল করতে সর্ব্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন বার্মিংহাম সিটি কাউন্সিলের চার কাউন্সিলর কাউন্সিলার জিয়াউল ইসলাম এমবিই,কাউন্সিলর সাদেক মিয়া শামসু,কাউন্সিলর মমতাজ হোসেন,কাউন্সিলর আইয়ুব খানসহ কমিউনিটির নানা নেতৃৃবন্দ।

বাংলা মেলা উপলক্ষ্যে বিশেষ ম্যাগজিন এবং বিভিন্ন বাংলা সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বিশ্বের যে কোনো দেশ থেকে বাংলা মেলার নানা অনুষ্টান সরাসরি উপভোগ করাতে বিঅন টিভি ইউকে‘র মাধ্যমে সরাসরি সম্প্রচার করবে উল্লেখ করে অন্যতম পার্টনার হিসেবে কাজ করা বিঅন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন বলেন,কমিউনিটির প্রয়োজনে এবার বিঅন টিভি ইউকে মেলা সম্প্রচার ছাড়াও পার্টনার হিসেবে কাজ করছে।সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের বাংলাদেশ ও আই অন টিভি ইউকের বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,আই অন টিভির প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বাংলা কাগজের আব্দুল কাদির আবুল ও যমুনা টিভির প্রতিনিধি রিয়াদ আহাদ ছাড়াও বক্তব্য রাখেন চিকারস বার্মিংহাম বাংলা মেলার প্রধান স্পন্সর সাজাদ মিয়া,এম্বেসেডর ডাক্তার আব্দুল খালিক ও বার্মিংহাম আওয়ামিলীগের সভাপতি হাজী কবীর উদ্দিন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর নওয়াজ আলী,মিডল্যান্ডস আওয়ামিলীগের সভাপতি হিফজুর রহমান খান,বার্মিংহাম আওয়ামীলীগের সহ-সভাপতি বুলন চৌধুরী,যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি কাজী আঙ্গুর মিয়া,বার্মিংহাম বিএনপির সাধারণ সম্পাদক আবজার হোসেইন,সাবেক সভাপতি জালাল চৌধুরী,বার্মিংহাম স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুর রহমান রফু,বার্মিংহাম জাতীয় পার্টির সম্পাদক আলহাজ্ব আব্দুল কাদির আবুল,বার্মিংহাম বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবলু,মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল ইউকের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান,সহ-সভাপতি আব্দুল মোহিত,ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ দুরুদ আহমেদ,ওয়ালসল প্রগ্রেসিভ সোসাইটির চেয়ারম্যান আলহাজ্ব নুর মিয়া,বিয়া লাউঞ্জের পরিচালক মনির আহমেদ,বার্মিংহাম কর্মাশিয়াল কুকারের পরিচালক জাহেদ উদ্দিন সাজু,কমিউনিটি নেতা ম আ কাদির,তাজ উদ্দিন,আহাদ আহমেদ,আশিক মিয়া,হাসিব উদ্দিন,মোহাম্মদ শাহজাহান মিয়া, এনটিভি ইউরোপের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরী ও প্রতিনিধি ইকবাল আহমেদ,মুক্তি -৭১ এর ওসমান রাকিব ও লোকমান হোসেন,সাংবাদিক শিপু আহমেদ,স্পেনীশ বাঙালী কমিউনিটির সভাপতি এমদাদুল হক লাভলু,প্রধান উপদেষ্টা ডাক্তার মইজ উদ্দিন,সিলেট স্পোটিং ক্লাবের শামিম খান,নারী নেত্রী মিসেস রুবিনা বেগম চৌধুরী,আশা চৌধুরী,নাট্যকার তারেক চৌধুরী,চলচ্চিত্রকার মকবুল চৌধুরী,সংস্কৃতি কর্মী সিপার উদ্দিন,আবু আম্বিয়া,সরওয়ার আহমেদ,হারুন মিয়া,আব্দুল লতীফ,শাওন চৌধুরী,আব্দুল মতলিব,নিরাপত্তাকর্মী মইন আহমেদ,সঙ্গীত শিল্পি শেবুল,্্আবুল কালাম কয়েছ ও হারুন মিয়া এবং একটু অন্যরকমের আহমেদ ক্বাবির,জিয়াউর রহমান জিয়া,সুরমান মিয়া,কবীর আহমেদ,মোহাম্মদ মাখনী বেলাল,জুনেদ আহমেদ,মিজান রেজা চৌধুরী,আহমেদ সুহেল,সোহেল শাহ,হেলাল উদ্দিন প্রমূখ।

You might also like