৪ বাংলাদেশিকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

নিউজ ডেস্ক
সত্যবাণী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় নাফ নদীতে মাছ ধরার সময় বাংলাদেশি চার জেলেকে ধরে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে আরাকান আর্মির (এএ) বিরুদ্ধে।মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ সংলগ্ন নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এইচ এম সারতাজ বিন সোহরাব।অপহৃতরা হলেন-টেকনাফের সাবরাং ইউনিয়নের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসান (৩০), আব্দুর রকিম (২০), মো. জাবের (২৬) ও মো. হাসান (১৬)।লেফটেন্যান্ট সারতাজ বিন সোহরাব বলেন, সকালে টেকনাফের শাহপরীর দ্বীপের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো. হাসানসহ চার জেলে ট্রলারে করে নাফ নদীতে মাছ ধরতে যান। একপর্যায়ে মিয়ানমারের দিক থেকে একটি স্পিডবোট নিয়ে আসা সশস্ত্র ব্যক্তিরা তাদের ট্রলারটি ঘিরে ফেলেন। পরে চার জেলেসহ ট্রলারটি মিয়ানমারের সীমানায় নিয়ে যান তারা।তিনি জানান, ঘটনার বিষয়ে কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিজিবি ও প্রশাসনকে জানিয়েছে। অপহৃতদের উদ্ধারে কোস্টগার্ড তৎপরতা চালাচ্ছে এবং নাফ নদীতে নজরদারি বাড়ানো হয়েছে।টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, বিষয়টি জানতে পেরেছি। বিজিবি ও সংশ্লিষ্ট বাহিনী উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।মিয়ানমারের অভ্যন্তরে সংঘাতের কারণে সীমান্তের ওপারে অধিকাংশ এলাকা আরাকান আর্মির দখলে রয়েছে। আরাকান আর্মির লোকজন জেলেদের ধরে নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

You might also like