৪ মাসে সিলেটে প্রবাসী আয় ৮০ কোটি ডলার
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ সিলেট বিভাগে গত ৪ মাসে প্রবাস থেকে রেমিটেন্স এসেছে প্রায় ৮০ কোটি ডলার। তবে মাসভিত্তিক প্রবাসী আয় বাড়ছে না, বরঞ্চ উঠানামার মধ্যে আছে।বাংলাদেশ ব্যাংকের এক পরিসংখ্যানে উঠে এসেছে এমন তথ্য। পরিসংখ্যানের তথ্য বলছে, গত জুলাই মাসে সিলেট অঞ্চলের প্রবাসীরা দেশে পাঠান ২৩ কোটি ২৭ লাখ ডলার। আগস্ট মাসে রেমিটেন্সের পরিমাণ ছিল ২২ কোটি ৯৬ লাখ ডলার। সেপ্টেম্বর মাসে রেমিটেন্সের পরিমাণে ধ্বস নামে। ওই মাসে সিলেটের প্রবাসীরা পাঠান ১৬ কোটি ৫৩ লাখ ডলার। সর্বশেষ গত অক্টোবরে রেমিটেন্স আসে ১৭ কোটি ১০ লাখ ডলার।অর্থনীতিবিদরা জানান, আগে প্রবাসী আয়ে শীর্ষে ছিল সিলেট। বর্তমানে শীর্ষে আছে ঢাকা। এরপর চট্টগ্রামের অবস্থান। অর্থনীতিবিদদের মতে, বৈধ পথে রেমিটেন্স আসার সাথে সাথে অবৈধ পথেও বিপুল পরিমাণ রেমিটেন্স আসে। অবৈধ পথে আসা রেমিটেন্স বন্ধ করা গেলে ডলার সংকটে পড়তে হবে না বলেই তাদের মত।