৫ কোটি টাকা মূল্যমানের চোরাই সামগ্রী জব্দ

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের জৈন্তাপুর উপজেলায় চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৫ কোটি টাকা মূল্যমানের বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই সামগ্রী জব্দ করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) কর্তৃক পরিচালিত অভিযানে এসব সামগ্রী জব্দ করা হয়।বিজিবি সূত্রের বরাত দিয়ে জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, গোপন তথ্যের ভিত্তিতে ১২ আগস্ট শুক্রবার রাত ১১টায় জকিগঞ্জ ব্যাটালিয়নের অধীনস্থ জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল জৈন্তাপুর উপজেলার সারিঘাট এলাকায় চোরাই পণ্য আটকের জন্য ফাঁদ পেতে অবস্থান নেন। পরে সন্দেহভাজন চোরাচালানের মালামাল বহনকারী একটি ট্রাককে চ্যালেঞ্জ করলে সিলেট-তামাবিল মহাসড়কের বিছনাটেক নামক স্থানে ট্রাক রেখে চালক দ্রুত পালিয়ে যায়। বিজিবি টহল দল এই ট্রাক তল্লাশী করে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ৩ হাজার ৭৭২ পিস এবং বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিকস ৩৮হাজার ৫১৪ পিস জব্দ করে। যার আনুমানিক মূল্য সর্বমোট ৪ কোটি ১০ লাখ টাকারও বেশী।এর আগে, গত এক সপ্তাহে জৈন্তাপুর ও লালাখাল সীমান্তে বিজিবি টহল দল কোটি টাকা মূল্যের ট্রলারসহ ৪৭টি ভারতীয় গরু ও মহিষ এবং ১০,৪৫০ কেজি ভারতীয় চিনি আটক করে। জকিগঞ্জ ব্যাটালিয়ন-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার মোঃ আসাদুন্নবী পিএসসি বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি’র অভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। জব্দকৃত ভারতীয় চোরাই মালামালের পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

You might also like