৫ সেপ্টেম্বর বার্মিংহামে লাল হাভেলী পিঠা মেলা

আহমেদ সুহেল
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনের বহুজাতিক সংস্কৃতির মাঝে বাঙালীদের মূল শেঁকড় বাংলা-সাহিত্য-সংস্কৃতি-কৃষ্টিকে লালন আর ধারন করে দেশীয় নানা স্বাদের পিঠা-পুলির সমাহারে আগামী ৫ সেপ্টেম্বর রোববার বার্মিংহামে অনুষ্টিত হতে যাচ্ছে লাল হাভেলী বার্মিংহাম পিঠা মেলা। গণমাধ্যমকর্মী ছাড়াও কমিউনিটির নানা সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে গত ৯ অগাষ্ট অনুষ্ঠিত এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আনুষ্টানিকভাবে এই পিঠা মেলা আয়োজনের ঘোষনা দেয় বার্মিংহামের বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন একটু অন্যরকম। চ্যানেল এসের প্রতিনিধি রিয়াদ আহাদের সভাপতিত্বে ও আই অন টিভির লোকমান হোসেন কাজীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এটিএন বাংলা‘র প্রতিনিধি জয়নাল ইসলাম।

বাংলা গণমাধ্যমকর্মীদের সংগঠন একটু অন্যরকম গ্রুপ বার্মিংহামে বাঙালীদের নানা বৃহৎ আয়োজন বাংলা মেলা,পিঠা মেলা,ফ্যামেলি ডে ট্রিপ,ম্যাগাজিন অনুষ্টানসহ নানা সৃজনশীল কর্মকান্ড পরিচালনার কথা উল্লেখ করে সংবাদ সম্মেলনে জানানো হয়,আগামী ৫ সেপ্টেম্বর রোববার দুপুর ১২ থেকে বিকাল ৮ টা পর্যন্ত বার্মিংহামের আষ্টনের ভিউ ভিলাতে অনুষ্ঠিত হবে বার্মিংহাম পিঠা মেলা,যার নামকরণ করা হয়েছে লাল হাভেলী বার্মিংহাম পিঠা মেলা। যাতে পিঠা মেলায় দেশীয় নানা স্বাদের পিঠা-পুলির বাহার ছাড়াও থাকবে বাংলাদেশী বিভিন্ন পন্যের প্রায় ২৫ টি ষ্টল। এছাড়াও থাকবে বাঙালীত্বের নানা ছোঁয়া আর খোলা মঞ্চে বাংলাদেশ থেকে স্বনামধন্য কন্ঠ শিল্পি সেলিম চৌধুরী এবং ব্রিটেন ও ইউরোপের বাংলাদেশী বিভিন্ন শিল্পির অংশগ্রহনে ভিন্ন ভিন্ন স্বাদের ব্যতিক্রমধর্মী নানা পরিবেশনা।

এছাড়া পিঠা মেলায় অংশ নেওয়াদের মধ্যে প্রথম দ্বিতীয় ও তৃতীয়দের দেওয়া হবে আকর্ষনীয় পুরস্কার। পিঠা মেলা উপলক্ষ্যে বিশেষ ম্যাগজিন এবং বিভিন্ন বাংলা সংবাদপত্রে বিশেষ ক্রোড়পত্র প্রকাশের পাশাপাশি বিশ্বের যে কোনো দেশ থেকে পিঠা মেলা ও মঞ্চের নানা অনুষ্টান সরাসরি উপভোগ করতে বিঅন টিভি ইউকে‘র মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। পিঠা মেলায় চারজন বৃটিশ এমপিসহ বার্মিংহামের সিটি কাউন্সিলের সিনিয়র কর্মকতা ছাড়াও লর্ড মেয়র এবং মুলধারার রাজনীতির বিভিন্ন শীর্ষজনেরা আর যুক্তরাজ্যের বিভিন্ন শহরের বাঙালী কমিউনিটির শীর্ষজন এবং গণমাধ্যমকর্মীরা যোগ দেবেন উল্লেখ করে সংবাদ সম্মেলন থেকে জানানো হয়,এবারের লাল হাভেলী বার্মিংহাম পিঠা মেলা উদ্বোধন করবেন বার্মিংহামের বাংলাদেশী ভারপ্রাপ্ত সহকারী হাইকমিশনার স্বর্ণালী চন্দ।

পিঠা মেলার সফলতায় বাংলা গণমাধ্যমকর্মীসহ দল-মত নির্বিশেষে কমিউনিটির সর্বস্থরের মানুষের অকৃত্রিম সহযোগিতা কামনা কামনা করা হয় সংবাদ সম্মেলন থেকে।সংবাদ সম্মেলনে বার্মিংহামের বাঙালী দুই কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর সাদেক মিয়া শামসু ছাড়াও মঞ্চে ছিলেন টিভি ওয়ানের প্রতিনিধি আমিরুল ইসলাম বেলাল,লাল হাভেলী বার্মিংহাম পিঠা মেলার প্রধান স্পন্সর লাল হাভেলীর পরিচালক শেলিব্রেডঁ শেফ আবুল হোসেন,সহযোগী স্পন্সর ভিউ ভিলার পরিচালক জয়নাল আহমদ,বিয়া লাউঞ্জের পরিচালক মনির আহমেদ,বার্মিংহাম কর্মাশিয়াল কুকারের পরিচালক জাহেদ উদ্দিনা সাজু,পিঠা মেলার মিডিয়া পার্টনার বাংলা কাগজের ফাইনেন্স সেক্রেটারী আব্দুল কাদির আবুল,বিঅন টিভি ইউকে‘র প্রধান নির্বাহী আব্দুল মাইন চৌধুরী সুমন। এছাড়াও কমিউনিটির নেতৃবৃন্দের অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বার্মিংহাম আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক কামাল আহমেদ,সাংগঠনিক সম্পাদক জুম্মাহ আহমেদ লিটু,অর্থ সম্পাদক ফখরুল ইসলাম,বার্মিংহাম মহিলা আওয়ামীলীগের সভানেত্রী বিপাশা জান্নাত স্বপ্না,বার্মিংহাম ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সভাপতি সৈয়দ জমশেদ আলী,সাধারণ সম্পাদক এম এ খালেক,বার্মিংহাম জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বাংলাদেশ মাল্টিপারপাস সেন্টারের ডাইরেক্টর আলহাজ্ব কামরুল হাসান চুনু,সিলেট স্পোটিং ক্লাবের সভাপতি মাসুক মিয়া,সাধারণ সম্পাদক এম এ রব,সদস্য রুমেল আহমদ,ইলিয়াছুর রহমান,বার্মিংহাম নৌকা বাইসের শায়েল আহমদ ও মইন আহমেদ,ওয়ালসল ক্যারেম এসোসিয়েশনের আব্দুল হামিদ ও আব্দুল ওয়াহিদ,মৌলভীবাজার জেলা জনকল্যাণ কাউন্সিল ইউকের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান,সহ-সভাপতি আব্দুল মোহিত,সাংগঠনিক সম্পাদক দুরুদ আহমেদ,বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যান ট্রাষ্টের সভাপতি আলহাজ্ব আব্দুল ওয়াদুধ,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবলীগের সভাপতি মাহমুদ আলী,সাধারণ সম্পাদক আলী হোসেন,ওয়েষ্ট মিডল্যান্ডস যুবদলের সভাপতি মোদাচ্ছির খান,বার্মিংহাম জাতীয় যুব সংহতির সভাপতি আখমল হোসেন,সঙ্গীত শিল্পি ফিরোজ রাব্বানী,একাউন্টেন্ট তাজ উদ্দিন,কমিউনিটি নেতা ডাঃ এম এ খালেক,আব্দুর রশীদ ভূইয়া,ডঃ হোসেন,ম আ কাদির,তাজ উদ্দিন,আহাদ আহমেদ,আবু আম্বিয়া,বাহার উদ্দিন,মোহাম্মদ শাহজাহান মিয়া,এনটিভির ফারসু আহমেদ ও বেলাল আহমেদ,এটিএন বাংলার বদরুল আলম,বাংলা টিভির সেলিম আহমেদ,এলবি টিভির শেবুল চৌধুরী ও সাহিদুর রহমান সুহেল,দৈনিক সিলেটের বিলাল বদরুল,বিঅন টিভির আনোয়ারুল ইসলাম ও জাহেদ মিন্টু,মুক্তি -৭১ এর রাকিব আহমেদ ও লোকমান হোসেন,ফ্রেন্ডস ফর ফ্রেন্ডস এর মঞ্জুর রহমান ও আজমান চৌধুরী,বিদায় উয়েডিং এর আফরোজ আলী,পর্তুগালের কমিউনিটি নেতা হাসান আহমেদ,নারী নেত্রী মিসেস নাজমা খালেক,মিসেস হোসেন,শেফালী বেগম,মলি আহমেদ,সুমিতা খান। এছাড়াও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন একটু অন্যরকমের গুলজার আহমেদ ফয়ছল,জুবের আলম,রাসেল আহমেদ,বুরহান উদ্দিন,আহমেদ ক্বাবির.আবু এইচ চৌধুরী সুইট,কবীর আহমেদ,মোহাম্মদ মাখনী বেলাল,জুনেদ আহমেদ,মিজান রেজা চৌধুরী,আহমেদ সুহেল,শিপন আহমেদ,নুরুন চৌধুরী কলি,ফাতেমা শামিম চৌধুরী,লিজা পারভেজ প্রমূখ।

You might also like