৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ গোলাপগঞ্জে এলিম চৌধুরী-ই আবার চেয়ারম্যান

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে বর্তমান চেয়ারম্যান ও জেলা আ’লীগ সদস্য মঞ্জুর কাদির শাফি চৌধুরী এলিম দোয়াত-কলম প্রতীক নিয়ে আবারও বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
গোলাপগঞ্জ থেকে সংবাদদাতা জানান, উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে বিষয়টি জানা গেছে। এলিমের নিকটতম প্রতিদ্বন্দ্বী দক্ষিণ আমেরিকান দেশ ব্রাজিল যুবলীগের প্রতিষ্ঠাতা আহবায়ক আবু সুফিয়ান উজ্জ্বল। তিনি আনারস প্রতীক নিয়ে লড়েছেন। দোয়াত-কলম প্রতীকে এলিম পেয়েছেন ৩৭ হাজার ৭৮৯, উজ্জ্বল আনারস প্রতীকে পেয়েছেন ২৯ হাজার ১৭ এবং জেলা জেলা আ’লীগ সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ ঘোড়া প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৪১৩ ভোট।
এদিকে, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে ২১ হাজার ৬৩০ ভোট পেয়ে বিজয় লাভ করেন চশমা প্রতীকের প্রার্থী মো. নাবেদ হোসেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো.লবিবুর রহমান টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ১৭ হাজার ৫২০ ভোট। এছাড়া টিয়াপাখি প্রতীক নিয়ে আবু সুফিয়ান মোহাম্মদ আজম পেয়েছেন ১৫ হাজার ৭৮৮ ভোট, তালা প্রতীকে ফরহাদ আহমদ পেয়েছেন ১৫ হাজার ৪১৩ ভোট এবং বই প্রতীকের প্রার্থী আকমল হোসেন পেয়েছেন ৯ হাজার ৫৩৯ ভোট।
অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দু’জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এরমধ্যে সেলিনা আক্তার শীলা ৪৬ হাজার ৭৯৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নার্গিস আক্তার পেয়েছেন ৩১ হাজার ৯৫৭ ভোট।

You might also like