৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ জৈন্তাপুরে চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিল ৫ জনের

সিলেট অফিস 
সত্যবাণী
আসন্ন জৈন্তাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করছেন ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৮ জন, মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন।
জৈন্তাপুর থেকে সংবাদদাতা জানান, নিবার্চন কমিশন কর্তৃক তফসিল ঘোষণা অনুযায়ী ২১ এপ্রিল রোববার মনোনয়নপত্র দাখিলের শেষদিন ছিল। জৈন্তাপুর উপজেলায় মোট ১৭ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেন।
চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান উপজেলা আ’লীগ সভাপতি কামাল আহমদ, সাধারণ সম্পাদক এম লিয়াকত আলী, যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল গফফার চৌধুরী খসরু, ব্যবসায়ী এম ইসমাইল আলী (আশিক), প্রবাসী হোসেন আহমদ, ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) বর্তমান ভাইস-চেয়ারম্যান বশির উদ্দিন, মাওলানা কবির উদ্দিন, সাহাদ উদ্দিন সাদ্দাম, নজরুল ইসলাম, আব্দুল খালিক, আব্দুল হক, সাবেক ছাত্রনেতা মাসুক উদ্দিন, শংকর দাশ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস-চেয়ারম্যান পলিনা রহমান, সাবেক ভাইস-চেয়ারম্যান জয়মতি রানী, মোছা: পারভীন আক্তার ও সোনারা বেগম।
উপজেলা নির্বাচন অফিসার (অস্থায়ী দায়িত্বে) মোহাম্মদ রিপন হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, জৈন্তাপুরের ইউএনও ও সহকারী রিটানিং কর্মকর্তা উম্মে সালিক রুমাইয়া জানিয়েছেন, ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে জৈন্তাপুরে মনোনয়ন ফরম দাখিল করার শেষ দিন ৩টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা প্রশাসক সম্মেলনকক্ষে মনোনয়ন ফরম যাচাই-বাছাই করা হবে ২৩ এপ্রিল মঙ্গলবার। মনোনয়ন ফরম প্রত্যাহারের শেষ তারিখ ৩০ এপ্রিল মঙ্গলবার। প্রতীক বরাদ্দ ২ মে বৃহস্পতিবার আর ভোট গ্রহণ হবে ২১ মে মঙ্গলবার।

You might also like