৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ দক্ষিণ সুরমায় মনোনয়ন ফিরে পেলেন সাইস্তা

সিলেট অফিস 
সত্যবাণী
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে দক্ষিণ সুরমা উপজেলায় মোগলাবাজার ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা মনোনয়ন ফিরে পেয়েছেন। ২৩ এপ্রিল মঙ্গলবার উচ্চ আদালতের বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের গঠিত বেঞ্চের এক আদেশে তাঁর মনোনয়ন ফিরে পান। এর পরিপ্রেক্ষিতে ২৪ এপ্রিল বুধবার দুপুরে তাঁকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
দক্ষিণ সুরমা থেকে সংবাদদাতা জানান, সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বুধবার দুপুরে তাঁকে ‘দোয়াত-কলম’ প্রতীক বরাদ্দ দেন।
মনোনয়ন ফিরে পেয়ে প্রতীক পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় চেয়ারম্যান প্রার্থী ফখরুল ইসলাম সাইস্তা গণমাধ্যমকে বলেন, আমি খুবই আনন্দিত। বাংলাদেশের মধ্যে এই প্রথম কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দ্বায়িত্বে থেকে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে অংশ নিচ্ছেন। এরজন্য তিনি তাঁর ভোটারদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এদিকে, ফখরুল ইসলাম সাইস্তা মনোনয়ন ফিরে পাওয়াতে দক্ষিণ সুরমা উপজেলায় চেয়ারম্যান পদে এখন প্রার্থী ৬ জনে দাঁড়িয়েছে।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ করা হবে ।

You might also like