৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ দোয়ারাবাজারে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে ব্যস্ত

সত্যবাণী
সিলেট অফিসঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আমেজ কাটতে না কাটতে আবারও নির্বাচনী আমেজ বইতে শুরু করেছে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। উপজেলা নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নির্বাচনী দৌড়ঝাঁপ।
দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন হওয়ার সম্ভাবনায় আ’লীগের দলীয় সম্ভাব্য প্রার্থীরা কেন্দ্র ও জেলার সঙ্গে জোর লবিং চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি আগেভাগে ভোটারদের কাছে আনতে কৌশল অবলম্বন শুরু করছেন। এছাড়া বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীরা তাদের কর্মী-সমর্থকদের নিয়ে বৈঠক করছেন ঘন ঘন।
দোয়ারাবাজার থেকে সংবাদদাতা জানান, নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনে প্রথম ধাপের তফশিল জানুয়ারী মাসের শেষ সপ্তাহে ঘোষণা এবং ফেব্রুয়ারী মাসের শেষদিকে নির্বাচন অনুষ্ঠানের ইঙ্গিত দেয়। এর পর পরই সম্ভাব্য প্রার্থীরা কৌশলে মাঠে নেমে পড়েছেন। তারা শুরু করেছেন নির্বাচনী তৎপরতা।
এখন পর্যন্ত যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে রয়েছেন-আ’লীগ নেতা বর্তমান উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা আ’লীগের আহবায়ক (এমপি বলয়ের) সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক, জামায়াতে ইসলামী নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. আব্দুল কুদ্দুস, উপজেলা আ’লীগের আহবায়ক ফরিদ আহমেদ তারেক, যুগ্ম আহবায়ক লক্ষীপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, উপজেলা আ’লীগ নেতা দোহালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, বিএনপি নেতা বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক দোয়ারাবাজার সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল বারী, উপজেলা জামায়াতে ইসলামী আমির ডা. হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক নুরুল আমিনসহ আরো অনেকের নাম শোনা যাচ্ছে।

You might also like