৬ষ্ঠ উপজেলা নির্বাচনঃ ৮ মে সিলেট বিভাগের ১১ উপজেলায় নির্বাচন

সিলেট অফিস 
সত্যবাণী
সিলেট বিভাগের ১১টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
২১ মার্চ বৃহস্পতিবার ২৯তম কমিশন বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নির্বাচন কমিশনের উপ-সচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত তফসিলের এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রথম ধাপে সিলেট বিভাগের ১১টি উপজেলা নির্বাচন। এরমধ্যে রয়েছে সিলেট জেলার ৪টি, সুনামগঞ্জ জেলার ২টি, মৌলভীবাজার জেলার ৩টি এবং হবিগঞ্জ জেলার ২টি উপজেলা।

সিলেট বিভাগের নির্বাচন হতে যাওয়া উপজেলাগুলো হচ্ছে- সিলেট সদর, দক্ষিণ সুরমা, বিশ্বনাথ ও গোলাপগঞ্জ। সুনামগঞ্জ জেলার দিরাই ও শাল্লা। মৌলভীবাজার জেলার জুড়ি, কুলাউড়া, বড়লেখা এবং হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ ও বানিয়াচং।
নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমার শেষদিন ১৫ এপ্রিল, বাছাই ১৭ এপ্রিল, রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১৮-২০ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২ এপ্রিল এবং ৮ মে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

You might also like