৮০ বছর আগের বিমান হামলার আলোকচিত্রের অনলাইন প্রদর্শনী
নিউজডেস্ক
সত্যবাণী
টাওয়ারহ্যামলেট্সঃ আশি বছর আগে ১৯৪০ ও ১৯৪১ সালে জার্মানীর বোমারু বিমানের ঝটিকা হামলায় বিধ্বস্ত হয়েছিলো যুক্তরাজ্যের বহু শহর – নগর – বন্দর ও অগনিত মানুষের জীবন।লন্ডনের ইস্ট ইন্ড, ডক এলাকা এবং টাওয়ার হ্যামলেটসের বিভিন্ন জনপদও সেই হামলায় পরিণত হয়েছিলো ধ্বংসস্তুপে।সেই বোম্বিং এর ফলে টাওয়ারি হ্যামলেটস বারার ধ্বংসপ্রাপ্ত রাস্তা, ভবন ও জনজীবনের ঐতিহাসিক ছবির সংগ্রহশালা উন্মুক্ত করেছে লকাল হিস্ট্রি লাইব্রেরী এন্ড আর্কাইভস। ঐ দুঃসহ সময়েও ইস্ট লন্ডনারদের প্রাণোচ্ছলতা এবং নতুন করে নিজেদের জীবন, ঘরবাড়ি ও অবকাঠামোগুলো পূণঃনির্মান ঝাঁপিয়ে পড়ার অসাধারণ মনোবল ফুটে উঠেছে এসব ছবিতে।ঐতিহাসিক সেই ছবিগুলো দেখতে চাইলে ভিজিট করুন – www.ideastore.co.uk/digital-gallery/results?q=Blitz