৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও সানগ্লাস জব্দ করলো বিজিবি

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের গোয়াইনঘাট উপজেলায় চোরাকারবারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় ৮২ লাখ টাকার ভারতীয় কাপড় ও চশমা (সানগ্লাস) জব্দ করেছে বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় চোরাকারবারীরা। ২৪ এপ্রিল সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মন্দিরঘাট এলাকা থেকে ভারতীয় এসব পণ্য জব্দ করে বিজিবি ৪৮ ব্যাটেলিয়নের একটি দল। সংবাদ বিজ্ঞপ্তি সুত্রে গোয়াইনঘাট থেকে সংবাদদাতা এমন তথ্য জানিয়েছেন।সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি ৪৮ ব্যাটেলিয়ন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোয়াইনঘাট উপজেলার মন্দিরঘাট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীদের ফেলে যাওয়া বিভিন্ন জাতের উন্নতমানের ভারতীয় শাড়ী ও সানগ্লাস জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৮১ লাখ ৯১ হাজার ৮শ’ টাকা বলে জানিয়েছে বিজিবি।

You might also like