ভ্যাকসিন পেতে সরকার সর্বত্র যোগাযোগ করেছে: পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, মহামারি করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন পেতে সরকার সর্বত্র যোগাযোগ করেছে।শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধুকে নিয়ে এক আলোচনা সভার বক্তব্যকালে পররাষ্ট্রমন্ত্রী একথা জানান।

ভ্যাকসিনের ব্যাপারে ড. এ কে আবদুল মোমেন বলেন, আমরা আমাদের জনগণের কল্যাণের জন্য যেখানে পাওয়া যাবে সেখান থেকেই তা আনব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী পররাষ্ট্র মন্ত্রণালয় বিশ্বে যেখানেই প্রথম সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি হবে, তা পাওয়ার লক্ষ্যে কাজ করছে। সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিন পেতে সরকার সর্বত্র যোগাযোগ করেছে।এর আগে গত ২৭ আগস্ট বাংলাদেশ চীনের বেসরকারি সিনোভ্যাক বায়োটেক লিমিটেডের একটি সম্ভাব্য কোভিড-১৯ ভ্যাকসিনের চূড়ান্ত বা তৃতীয় পর্যায়ের মানব শরীরে পরীক্ষার অনুমোদন দিয়েছে।পাশাপাশি বাংলাদেশ ভ্যাকসিন অ্যাক্সেস পেতে রাশিয়ার কর্তৃপক্ষের সাথেও যোগাযোগ করেছে এবং করোনা ভাইরাসের সম্ভাব্য টিকা পেতে ঢাকা একটি ইইউ তহবিলেও অর্থ সরবরাহ করেছে।

You might also like