ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কের কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, চলতি মাসেই দেশে করোনা পরবর্তী ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তবে এ নিয়ে ভয়ের কিছু নেই। সতর্ক থাকলেই এই সমস্যা প্রতিরোধ করা সম্ভব।দেশে করোনাভাইরাস প্রতিরোধে চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদের প্রয়োগের উদ্বোধনে মঙ্গলবার (২৫ মে) তিনি এসব কথা বলেন।স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। সতর্ক থাকলেই রোগটি প্রতিরোধ করা যাবে। এরই মধ্যে ছত্রাকটির প্রতিরোধক ওষুধ প্রস্তুতের নির্দেশ দেয়া হয়েছে। ব্ল্যাক ফাঙ্গাস প্রতিরোধে যে ধরনের ওষুধ লাগে, সে ওষুধ তৈরিতে ইতিমধ্যে বিভিন্ন কোম্পানিকে বলা হয়েছে। আমরা বেশ কিছু ওষুধ কোম্পানিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ তৈরির জন্য আলোচনা করেছি।’

জাহিদ মালেক বলেন, ‘করোনাভাইরাস প্রতিরোধে টিকা পেতে চীন, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার সঙ্গে যোগাযোগ করছি, আমাদের আনন্দ সংবাদ হচ্ছে, চীন থেকে আমরা পাঁচ লাখ ডোজ পেয়েছি, এটা মেডিক্যাল শিক্ষার্থীর দেয়া হবে। যারা চিকিৎসাব্যবস্থার সঙ্গে জড়িত তাদের সবাইকে টিকা দেয়া হবে। এটা আজ থেকে শুরু হলো।তিনি বলেন, ‘শুরু থেকে নানামুখী পদক্ষেপ নেয়ার কারণে করোনা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। মাঝে দ্বিতীয় ঢেউ শুরু হলেও লকডাউনে তা নিয়ন্ত্রণ করা গেছে। তবে একটি দেশে বারবার লকডাউন দেয়া সম্ভব নয়। অর্থনীতি নষ্ট হয়ে যায়, সামাজিক-রাজনৈতিক সমস্যা সৃষ্টি হয়। এ কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল বাশার খুরশীদ আলম বলেন, ‘আমরা আমাদের শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতে চাই। শুধু সরকারি মেডিক্যালের শিক্ষার্থী নয়, বেসরকারি মেডিক্যাল কলেজ শিক্ষার্থীদেরও এই টিকা দেয়া হবে।’

তিনি বলেন, ‘রাজধানীর চারটি মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের দেয়া হবে চীনের টিকা। অপর তিন প্রতিষ্ঠান হলো শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মুগদা মেডিক্যাল কলেজ।’এ ছাড়া আগামী ১০ দিনের মধ্যে সারা দেশে সরকার কলেজে, হাসপাতালে এই টিকা দেয়া শুরু হবে বলে জানান।খুরশীদ আলম বলেন, ‘করোনার কারণে মেডিক্যাল কলেজের অনেকগুলো পরীক্ষা নেয়া সম্ভব হয়নি। এমন অবস্থা চলতে থাকলে সামনে চিকিৎসক সংকটে পড়বে দেশ। যে কারণে মেডিক্যাল পরীক্ষাগুলো কীভাবে নেয়া যায় সেটাও ভাবছে স্বাস্থ্য মন্ত্রণালয়।’বেলা ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ছাত্রী সমতাকে টিকা দেয়ার মাধ্যমে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এই হাসপাতালে আজ ২৫৭ শিক্ষার্থীকে চীনের তৈরি টিকা দেয়া হবে।উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যসচিব লোকমান হোসেন মিয়া, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকসহ অন্যরা উপস্থিত ছিলেন।

You might also like