মে মাসে সিলেটে ২২ দুর্ঘটনা, নিহত ২৩
চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী
সিলেট থেকেঃ গত মে মাসে সিলেট বিভাগে ২২টি সড়ক দুর্ঘটনা ঘটেছে। এসব দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৩ জন। এমন তথ্য জানিয়েছে রোড সেফটি ফাউন্ডেশন, যারা সড়ক-মহাসড়কে দুর্ঘটনা বিষয়ক তথ্য নিয়ে কাজ করে।সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে রোড সেফটি ফাউন্ডেশন জানায়, মে মাসে সারাদেশে ৫২৮টি সড়ক দুর্ঘটনায় ৬৪১ জন নিহত হয়েছেন। একই সময়ে আহত হয়েছেন আরও এক হাজার ৩৬৪ জন। নিহতদের মধ্যে নারী ৮৪ জন এবং শিশু ৯৭ জন।সারা দেশের মধ্যে সবচেয়ে বেশি ১২৭টি দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। এতে প্রাণহানির সংখ্যা ১৫৯। অন্যদিকে দেশের মধ্যে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটে সিলেটে।এই সংগঠনের বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুসারে, সারাদেশের মধ্যে ঢাকা বিভাগে দুর্ঘটনা ২৪.০৫% ও প্রাণহানি ২৪.৮০%, রাজশাহী বিভাগে দুর্ঘটনা ১৬.০৯% ও প্রাণহানি ১৮.০৯%, চট্টগ্রাম বিভাগে দুর্ঘটনা ২১.৭৮% ও প্রাণহানি ২০.১২%, খুলনা বিভাগে দুর্ঘটনা ১২.৫% ও প্রাণহানি ১১.৭০%, বরিশাল বিভাগে দুর্ঘটনা ৭.৯৫% ও প্রাণহানি ৮.৭৩%, সিলেট বিভাগে দুর্ঘটনা ৪.১৬% ও প্রাণহানি ৩.৫৮%, রংপুর বিভাগে দুর্ঘটনা ৭.৫৭% ও প্রাণহানি ৭.৮০% এবং ময়মনসিংহ বিভাগে দুর্ঘটনা ৫.৮৭% ও প্রাণহানি ৫.১৪% ঘটেছে।