সিলেটে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসির সহায়ক কর্মচারীদের কর্মশালা শুরু

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিলেটের সিনিয়র জেলা ও দায়রা জজ মশিউর রহমান চৌধুরী বলেছেন, বিচারপ্রার্থীদের সেবার মাধ্যমে প্রমাণ করবো আমরা ভালো কাজ করতে পারি। তার জন্য দক্ষতা অর্জন করতে হবে। আর দক্ষতা অর্জন করতে হলে প্রশিক্ষণের বিকল্প নেই।আপনার কি আছে তা নিয়ে সন্তুষ্টি থাকুন। কি নেই তার কোন শেষও নেই। তাই, যা আছে তা নিয়ে ভালো থাকুন, ভালো সেবা দিন।প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের জ্ঞানের জায়গা নিয়ে পার্থক্য কম। কাজ ও সেবার জন্য দক্ষতা অর্জন করে সেবা নিশ্চিত করতে হবে। বিচার প্রার্থীদের সেবা দিতে হলে আমাদেরকে অফিসে ভালো মন নিয়ে কাজ করতে হবে। পরিবারের অনাকাক্ষিত কোন সমস্যার প্রভাব যেন অফিসে না পড়ে, সেদিকে শুধু খেয়াল নয়, বরং পরিবারের সদস্য ও সন্তানদের সাথে ভালো আচরণ করবেন। অদক্ষতার জন্য অফিস থেকে মন খারাপ করে বাসায় ফিরলে সেখানেও সাধারণ জীবনযাপনে সমস্যা হবে। তিনি বলেন, সেবাই আমাদের কাজ। বিচারপ্রার্থীদের স্বল্প সময়ে আন্তরিকভাবে সেবা দিতে হলে প্রশিক্ষণ গ্রহণ করে তা বাস্তবায়ন করতে হবে।

গত মঙ্গলবার চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত সিলেটের কনফারেন্স হলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি সিলেট আয়োজিত সহায়ক কর্মচারীদের ৫ দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।সিলেটের চীফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের সভাপতিত্বে ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি’র সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ মো. আব্দুর রহিম। স্বাগত বক্তব্য রাখেন কর্মশালার পরিচালক অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইয়াসমিন বেগম। বক্তব্য রাখেন সিলেটের বিদ্যুৎ কোর্ট (বিউবো)’র ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) মো. আনোয়ারুল হক, ১ম আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরী, ১ম আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবদুল ওয়াহাব, ২য় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দিলরুবা ইয়াছমিন, ৩য় আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলমগীর হোসেন, ৪র্থ আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবিদা সুলতানা মলি, ৫ম আদালতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আসমা জাহান।কর্মশালায় প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক আহমদসহ সকল কর্মচারী উপস্থিত ছিলেন। শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন নাজির মো. ফাইজুল ইসলাম ও গীতা পাঠ করেন স্টেনোটাইপিস্ট সঞ্জিত শর্মা।

You might also like