সাইফুজ্জামান শিখরের মায়ের মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারের শোক

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মা মোসাম্মাত মনোয়ারা জামানের মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ,প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

পৃথকভাবে দেওয়া শোক বার্তায় তারা মনোয়ারা জামানের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।এছাড়াও মনোয়ারা জামানের মৃত্যুতে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া এবং চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।১৯৭৯ সালের সংসদে বিরোধী দলীয় উপনেতা প্রয়াত অ্যাডভোকেট আছাদুজ্জামানের স্ত্রী মনোয়ারা জামান আজ রবিবার(২৮ জুন) বিকেলে মাগুরায় তার নিজ বাসায় ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার জটিলতায় ভুগছিলেন।

You might also like