দেশে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১,শনাক্ত ২২২

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মোট মৃত্যু ২৯ হাজার ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ সময়ে ২২২ জনের করোনা শনাক্ত হয়েছে। মোট শনাক্ত রোগীর সংখ্যা ২০ লাখ ১৪ হাজার ৫৫৭ জন।আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়েছে।এ জানানো হয়, সর্বশেষ ২৪ ঘন্টায় সারাদেশের ৮৮১টি ল্যাবরেটরিতে ২ হাজার ৫৬১টি নমুনা সংগ্রহ ও ২ হাজার ৫৭৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে এখন পর্যন্ত এক কোটি ৪৭ লাখ ৯১ হাজার ৩৬২টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষার তুলনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৬২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬২ শতাংশ।আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৪৭ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার ৫৫৪ জন।২০২০ সালের ৮ মার্চ দেশে করোনাভাইরাসে প্রথম আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।

You might also like