ক্রয়ডনের ডেপুটি মেয়র হলেন শেরওয়ান চৌধুরী
নিউজ ডেস্ক
সত্যবাণী
লন্ডন: লন্ডনের ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন কাউন্সিলর শেরওয়ান চৌধুরী।সিলেটের জকিগঞ্জের সন্তান মি: চৌধুরী ডেপুটি মেয়র হিসেবে আগামি ৬ জুলাই ( সোমবার) শপথ গ্রহন করবেন।
জানা গেছে, সিলেটের জকিগঞ্জের আটগ্রাম এলাকার চারিগ্রামের আব্দুর রকিব চৌধুরীর ছেলে শেরওয়ান চৌধুরী ১৯৭৬ সালের দিকে প্রথম যুক্তরাজ্যে আসেন। বাংলাদেশে থাকাকালীন সময়ে সিলেট সরকারি কলেজে ছাত্র রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার কারণে এখানে এসেও যুক্ত হন রাজনীতির অঙ্গনে। তবে যুক্তরাজ্যে বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত না হয়ে ব্রিটিশ রাজনীতির সাথে সম্পৃক্ত হন শেরওয়ান চৌধুরী। ১৯৯০ সালের দিকে ব্রিটিশ লেবার পার্টিতে যোগ দেন তিনি।
মাত্র চার বছরের মধ্যে নিজেকে রাজনীতির অঙ্গনে পাকাপোক্ত করে নিতে সক্ষম হন মি: চৌধুরী এবং ১৯৯৪ সালে সেন্ট্রাল লন্ডনের ক্রয়ডনের বেউলা ওয়ার্ড থেকে লেবার পার্টির মনোনয়ন নিয়ে জয়লাভ করেন। এসময় স্থানীয়ভাবে একজন সফল কাউন্সিলর হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন শেরওয়ান। এরপর আর পেছনের দিকে থাকাতে হয়নি তাকে।
এরপর ২০০৬ সালে নরবারি ওয়ার্ড থেকে পুণরায় কাউন্সিলর নির্বাচিত হন। পরবর্তীতে ২০১০, ২০১৪ ও সর্বশেষ ২০১৮ সালে নির্বাচিত হন কাউন্সিলর। এভাবেই মোট ৫ বার লেবার পার্টি থেকে নির্বাচন করে কাউন্সিলর হিসেবে বিজয়ের মালা বরণ করে নেন তিনি।
জানা গেছে, ক্রয়ডন কাউন্সিলে মোট ৭০ জন কাউন্সিলর রয়েছেন। একজন মেয়রের পাশাপাশি কাউন্সিলরদের মধ্যে থেকে একজন ডেপুটি মেয়র নির্বাচিত করা হয়। গেল ডিসেম্বর মাসে তার দল অর্থাৎ লেবার পার্টি থেকে তিনি ডেপুটি মেয়রের জন্য সিলেক্ট হন। এরপর কাউন্সিল অধিবেশনে তাকে ডেপুটি মেয়র হিসেবে নির্বাচিত করা হয়। আগামি এক বছরের জন্য তিনি ক্রয়ডন কাউন্সিলের ডেপুটি মেয়রের দায়িত্ব পালন করবেন। ৬ জুলাই ব্রিটিশ সময় বিকেল সাড়ে ৬ টায় ডেপুটি মেয়র হিসেবে শপথ গ্রহণ করবেন তিনি।
ব্যক্তিগত জীবনে কাউন্সিলর শেরওয়ান চৌধুরী এক কন্যা ও দুই পুত্রের জনক। তাঁর স্ত্রী রহিমা চৌধুরী ক্রয়ডনের স্থানীয় একটি স্কুলে দীর্ঘ ৩০ বছর ধরে শিক্ষক সহকারী হিসেবে কাজ করছেন।