বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সিলেট বিভাগের ৪ উপজেলায় ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ দু’য়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সিলেটের ৩ উপজেলায় শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। উপজেলাগুলো হলো, বিশ্বনাথ, ওসমানীনগর, জগন্নাথপুর ও গোয়াইনঘাট। এর আগে বুধবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ভোটগ্রহণ শেষে ইতোমধ্যেই ফল ঘোষণা করা হয়েছে।উপজেলা রিটার্নিং কর্মকর্তা সুত্রে জানা যায়, ২য় বারের মতো ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৮টি ইউনিয়নের ৫৪টি ভোট কেন্দ্রে ৪৩৩টি বুথে মোট ১ লাখ ৪৭ হাজার ৯৭১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।এদিকে, বিশ্বনাথ পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আলমগীর হোসেন জানিয়েছেন, সব কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর ছিলেন। সকাল থেকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণ শেষ হয়েছে।

নির্বাচন ঘিরে এতোদিনের নানা জল্পনা-কল্পনার অবসান ঘটেছে আজ। বিশেষ করে সিলেটের বিশ্বনাথবাসী পাবেন প্রথম পৌর পিতা। প্রথমবারের মতো নির্বাচনে ভোট উৎসব হওয়ায় বিজয়ী মেয়রসহ কাউন্সিলর প্রার্থীরা নাম লেখাবেন ইতিহাসের পাতায়। প্রবাসী অধ্যুষিত এই পৌরসভায় ৭ মেয়রপ্রার্থী কাউন্সিলর পদে ১৪ জন ও কাউন্সিলর পদে ৬০ জন প্রার্থী ছিলেন ভোটের মাঠে। পৌর এলাকার ৩৫ হাজার ৪৭০ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন।পৌরসভার স্থায়ী-অস্থায়ী ২০টি কেন্দ্রে ১ জন করে প্রিজাইডিং অফিসার, ১১৮ জন সহকারী প্রিজাইডিং অফিসার, ২৩৬ জন পুলিশ, ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল টিম থাকার পাশাপাশি ২ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল বলে জানিয়েছেন রিটার্নং কর্মকর্তা।এছাড়া গোয়াইনঘাটের ২নম্বর পশ্চিম জাফলং, ৩নম্বর পূর্ব জাফলং, নবগঠিত ১১নম্বর মধ্য জাফলং এবং ১২ নম্বর গোয়াইনঘাট সদর ইউনিয়ন নির্বাচনেও ভোট গ্রহণ হয়েছে।এর পাশাপাশি সুনামগঞ্জের আরেক প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনও মোটামুটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের স্বার্থে মাঠে ৫ স্তরের নিরাপত্তা বলয়ে ভোট গ্রহণ হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

You might also like