সবাইকে কাজে ফিরতে বললেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
সত্যবাণী

লন্ডনঃ করোনাভীতি কাটিয়ে জনগনকে কর্মক্ষেত্রে ফিরতে বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।একইসঙ্গে বাইরে এবং জনবহুল স্থানে সকলের মাস্ক পরিধান করার বিষয়ে সরকারের কঠোর পদক্ষেপের ক্থাও বলেছেন।ডাউনিং স্ট্রিটের একটি বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে স্কাই নিউজ।

গতকাল শুক্রবার বরিস জনসনকে নীল মাস্ক পরিহিত অবস্থায় সুপারশপে দেখা গেছে। তিনি বলেছেন যে, তিনি চান মানুষ এখন তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে শুরু করুক। সবাই ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এবং আত্মবিশ্বাস নিয়েই তারা রেস্টুরেন্ট কিংবা বাজারে যাতায়াত শুরু করুক। তবে এক্ষেত্রে তাদের সরকারি নির্দেশনা মানতে হবে।প্রধানমন্ত্রীর কাছে জনগনের প্রশ্ন’ নামের একটি প্রি রেকর্ডেড অনলাইন বিবৃতিতে বরিস জনসন আরও বলেন, ‘আমি সেই বিশ্বে আবারও ফিরে যেতে চাই যেখানে ব্রিটিশ জনগন আবারও হ্যান্ডশেক করতে শুরু করবে। যে কারণে গণপরিবহনে ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। আমরা এটা নিশ্চিত করতে চাই যে, মানুষ গণপরিবহন, বাজার-ঘাটের মতো করোনা ঝুঁকিপূর্ণ এলাকায় মাস্ক পরিধান করবে।’

You might also like