নির্বাচন নিয়ে আমি শঙ্কিত:মেয়র পদপ্রার্থী বাবুল

চঞ্চল মাহমুদ ফুলর
সত্যবাণী

সিলেট থেকেঃ সিসিক নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত মেয়র প্রার্থী ও সিলেট নগর জাপার আহ্বায়ক, শিল্পপতি নজরুল ইসলাম বাবুল বলেছেন, চারদিকে লাঙ্গলের জোয়ার দেখে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। আমি জেল-জুলুম-নির্যাতন, গুম-খুনে ভয় পাই না। মহান রাব্বুল আলামীন আমাকে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আগামী ২১ জুনের নির্বাচনে লাঙ্গলের বিজয় হবেই।১৩ জুন মঙ্গলবার দুপুর ২টায় নগরির বন্দরবাজারস্থ করিমউল্লাহ মার্কেটে ব্যবসায়ীদের সাথে গণসংযোগকালে উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরো বলেন, নির্বাচন কমিশন সিলেটে ভোটের পরিবেশ তৈরিতে ব্যর্থ হয়েছে। আমি বার বার অভিযোগ করা সত্ত্বেও নির্বাচন কমিশন সিসিক নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করেননি। এতে আমি নির্বাচন নিয়ে শঙ্কিত আছি। তবুও আমার কার্যক্রম অব্যাহত রেখে চলেছি।অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বিভিন্নভাবে হুমকি-ধমকি দেয়া হচ্ছে। আমার কর্মীদের উপর হামলা হচ্ছে এবং একের পর এক অপপ্রচার করা হচ্ছে। কিন্তু আমার বিশ্বাস এই নগরির প্রতিটি মানুষ আমাকে চেনেন। আমি একজন ব্যবসায়ী হিসেবে দু’বার সিলেট চেম্বারের পরিচালক নির্বাচিত হয়েছিলাম। আমি কোন ষড়যন্ত্রের কাছে মাথা নত করবো না এবং যত ষড়যন্ত্রই হউক নির্বাচন থেকে সরে দাঁড়াবো না।তিনি আগামী ২১ জুনের নির্বাচনে তাকে মেয়র পদে লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ব্যবসায়ীদের প্রতি আহবান জানান।গণসংযোগকালে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলার শাখার সদস্য সচিব সাইফুদ্দিন খালেদসহ জাতীয় পার্টির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

You might also like