ব্রিটিশ-বাংলা চেস এসোসিয়েশনের দাবা টুর্নামেন্ট: অলিম্পিয়াডে ইংল্যান্ড টিমের বাঙালী মেয়ে রিদা ছিলো মূল আকর্ষন
স্পেশাল করেসপন্ডেন্ট
সত্যবাণী
লন্ডন: তিন বছরের নীরবতর অবদান ঘটিয়ে পূর্ব লন্ডনের ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশন গত রোববার ২০ আগস্ট একটি জমজমাট দাবা টুর্নামেন্টের আয়োজন করেছিল।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার মাইক্রো বিজনেস পার্ক সেন্টারে অনুষ্ঠিত ‘রেপিড দাবা প্রতিযোগিতা’য় বৃহত্তর লন্ডন এবং আশপাশের শহরগুলো থেকে চৌকষ দাবারুরা এই প্রতিযোগিতায় অংশ নেন। এদের মধ্যে অন্যতম আকর্ষণ ছিল নেদারল্যান্ডে সদ্য সমাপ্ত অনুর্ধ ১৬ দাবা অলিম্পিয়াডে অংশ নেয়া ইংল্যান্ড দলের সদস্য বাঙালি মেয়ে রোকেয়া রিদা।
টুর্নামেন্টের স্পন্সর ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এনামুল হক এবং বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন।
ছয় রাউন্ডের খেলা শেষে ডেভিড অকিকি প্রথম, রোকেয়া রিদা দ্বিতীয় এবং মোহাম্মদ এলাহী তৃতীয় পুরস্কার লাভ করেছেন। এছাড়া বিক্রম কামাথ, ভিহান নাদকিনি, হুরাচি রদ্রিগো, শ্যাম সুন্দর এবং ফিরোজ চৌধুরী বিভিন্ন কেটাগরিতে রেটিং পুরস্কার পেয়েছেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পন্সর বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসাইন, ব্রিটিশ বাংলা চেস এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু মুসা হাসান, সভাপতি মাজেদ মাহমুদ, সাধারন সম্পাদক তারেক খান, কোষাধক্ষ্য মুশতাক চৌধুরি, সাংগঠনিক সম্পাদক আশরাফ নান্নু, যুগ্ম সম্পাদক মুহাম্মদ আলী চৌধুরী, কার্যকরি কমিটির সদস্য অলিভার ফিনেগান এবং ঢাকা থেকে আগত অতিথি বাংলাদেশ চেস ফেডারেশনের কার্যকরি সদস্য মাহমুদা মলি।