আ’লীগ সরকার গঠন করলে সব সমস্যার সমাধান হবে-প্রবাসী কল্যাণমন্ত্রী
সত্যবাণী
সিলেট অফিসঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারো নৌকায় ভোট দিয়ে আ’লীগকে সংসদে পাঠান। যদি পুনরায় আ’লীগ সরকার গঠন করে তাহলে বিছনাকান্দি ইউনিয়নের জনগুরুত্বপূর্ণ সকল সমস্যার সমাধান করা হবে ইনশাল্লাহ।
গোয়াইনঘাট থেকে সংবাদদাতা জানান, ১৩ নভেম্বর সোমবার বিকেল ৩ টায় গোয়াইনঘাট উপজেলার নবগঠিত বিছনাকান্দি ইউনিয়নের কুমারবাজারে উপজেলা আ’লীগ আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।
উপজেলা আ’লীগের সভাপতি মোহাম্মদ আসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পশ্চিম আলীরগাঁও ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া হেলালের পরিচালনায় জনসভায় মন্ত্রী বলেন, গোয়াইনঘাট উপজেলার শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শতভাগ বিদ্যুতায়নে আ’লীগ সরকার আন্তরিকভাবে কাজ করেছে। জাফলং সেতু, গোয়াইনঘাট সেতুসহ আ’লীগ সরকার উপজেলার যোগাযোগ ব্যাবস্থায় গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে। বিশেষ করে বিছনাকান্দি ইউনিয়নে লুনি নদীর সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করে সিলেটের পর্যটনে অপার সম্ভাবনার সৃষ্টি করা হয়েছে।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ ফারুক আহমদ, জৈন্তাপুর উপজেলা আ’লীগ সভাপতি ও জৈন্তাপুর উপজেলা চেয়ারম্যান কামাল আহমদ, গোয়াইনঘাট উপজেলা আ’লীগের সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, যুগ্ম-সম্পাদক সুভাস চন্দ্র পাল ছানা, সামসুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জামাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য সুবাস দাস, রুস্তুমপুর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, পূর্ব আলীরগাঁও ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, ডৌবাড়ী ইউপি চেয়ারম্যান এম নিজাম উদ্দিন, উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান ফয়জুর রহমান, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, যুগ্ম আহবায়ক শাহাব উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন আ’লীগ সভাপতি মোঃ আশিকুর রহমান, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সুফিয়ান আহমদ, সাধারণ সম্পাদক গোলাম রেজওয়ান রাজীব, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মারুফুল হাসান মারুফ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ জসিম উদ্দিন, রুস্তুমপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক ও ইউপি সদস্য কামাল আহমদ, যুগ্ম আহবায়ক ফয়ছল আহমদ, যুবলীগ নেতা আবুল হোসেন, রুস্তুমপুর ইউপি সদস্য ও যুবলীগ নেতা মুজিবুর রহমান প্রমুখ।