দোয়ারাবাজারে নির্দ্বিধায় চলছে টিলাকাটা!
সত্যবাণী
সিলেট অফিসঃ সুনামগঞ্জের দোয়ারাবাজারে প্রকাশ্যে চলছে টিলাকাটার মহোৎসব। উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের টিলার একাংশ কেটে ফেলা হয়েছে। পরিবেশ আইন লঙ্ঘন করে নির্বিচারে টিলা কাটছে স্থানীয় লোকজন। বসতঘর করার জন্য টিলাগুলো কাটা হচ্ছে। টিলা কাটার ফলে ওই এলাকায় ভূমিধস ও পরিবেশ বিপর্যয় ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় প্রশাসন নীরব ভূমিকা পালন করছে।
এলাকাবাসীর বরাত দিয়ে দোয়ারাবাজার থেকে সংবাদদাতা জানান, উপজেলার বাংলাবাজার ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামে টিলাকাটা হচ্ছে। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ধারা ৬-এর ‘খ’ উপধারায় উল্লেখ করা হয়েছে- কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের মালিকানাধীন বা ব্যক্তি মালিকানাধীন পাহাড় ও টিলাকাটা যাবে না। কিন্তু উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইউনিয়নের দক্ষিণ কলোনী গ্রামের লোকজন এই আইন লঙ্ঘন করে টিলা কাটছে।
সরেজমিনে গত ২৭ ডিসেম্বর বুধবার সকালে দক্ষিণ কলোনী এলাকায় গিয়ে দেখা যায়, আব্দুল আলী, রাব্বিল, আব্দুল বারেক, রফিকুল ইসলাম টিলা ও টিলায় থাকা গাছ কেটে বাড়ি তৈরি করছেন। তারা দাবি করেন, বাড়ি করার জায়গা নেই। তাই টিলা কেটে থাকার জায়গা করছি।
দোয়ারাবাজার ইউনিয়ন উপ-সহকারী ভূমি অফিসার রঞ্জন কুমার দাস বলেন, টিলাকাটা আইনত নিষিদ্ধ। এলাকায় ঘুরে টিলা কাটার সত্যতা পাওয়া গেছে। তাদেরকে টিলা কাটতে নিষেধ করা হয়েছে। যারা টিলা কেটেছে তাদেরকে ৩১ ডিসেম্বর রোববার অফিসে আসার জন্য ডাকা হয়েছে।
দোয়ারাবাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী চৌধুরী বলেন, দক্ষিণ কলোনী এলাকায় টিলাকাটার খবর পেয়ে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা রঞ্জন কুমার দাসকে পাঠানো হয়েছে। টিলাকাটার সত্যতা পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।