ইফতারের আগে সিলেটে প্রচন্ড যানজটঃ দুর্ভোগে নগরবাসী

সিলেট অফিস
সত্যবাণীঃ
সিলেট নগরির ব্যস্ততম এলাকায় একদিকে চলছে রাস্তা প্রশস্তকরণ কাজ, আর অন্যদিকে চলছে রাস্তায় বক্স কালভার্ট তৈরির কাজ। ফলে নগরের রাস্তায় এমনিতেই যানজট লেগে থাকে। আর ইফতারের ঠিক আগে যানজটের যন্ত্রণা আরও কয়েকগুণ বেশি বেড়ে যায়। ইফতারের আগ মুহূর্তে নগরির গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে যানজট চরম আকার ধারণ করে। মানুষকে দীর্ঘ সময় গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনের জন্য অপেক্ষা করতে হয়। অনেকে বাসায় ফিরতে না পেরে রাস্তায় ইফতার করেন।
সংশ্লিষ্টরা বলছেন, অফিস শেষে কর্মজীবী মানুষের সঙ্গে অন্যরাও ঘরে ফিরতে শুরু করলে রাস্তার ওপর ব্যাপক চাপ বেড়ে যায়। এছাড়া রাস্তার পাশে অধিকাংশ ইফতার সামগ্রী বেচাকেনার দোকান বসেছে। এরফলে যানজট লাগছে। রোজার মাসে অফিস বা দিনের কাজ শেষে সবাই সময়মতো ঘরে ফিরতে চান। পরিবারের সঙ্গে অংশ নিতে চান ইফতারে। সেজন্য একটু তাড়াহুড়ো করেই কেউ রিকশা, কেউ সিএনজি অটোরিকশা বা রাইড শেয়ারিংযোগে গন্তব্যের দিকে ছোটেন। কিন্তু সবকিছু যেন থমকে দাঁড়ায় যানজটের কবলে।
১৮ মার্চ সোমবার বিকেলে নগরির বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় রাস্তার পাশে গড়ে উঠা অস্থায়ী ইফতারের দোকানগুলোতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। যার ফলে রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন।
টিলাগড়ের জনৈক বাসিন্দা জানান, অফিস শেষে বিকেলে বাসায় ফিরেন তিনি। কিন্তু প্রতিদিন ইফতারের আগ মুহূর্তে বন্দরবাজার থেকে শিবগঞ্জ পর্যন্ত দীর্ঘ যানজটে পড়তে হয়ে তাকে। অনেক সময় রাস্তায় ইফতার করতে বাধ্য হন তিনি।
আম্বরখানার আরেক বাসিন্দা জানান, জিলাপি কিনতে এসেছেন তিনি। এই এলাকার প্রায় সব অস্থায়ী দোকানগুলো রাস্তা ঘেঁষে গড়ে উঠেছে। তাই ইফতার সামগ্রী কিনতে গিয়ে রাস্তা ব্লক হয়ে যায়।
মদিনা মার্কেটের একজন সিএনজিচালক জানান, বিকেলে অধিকাংশ মানুষের অফিস বা কাজ শেষ হয়। ইফতারের আগে সবাই বাসায় ফিরতে চান। তাই রাস্তায় মানুষের চাপ বাড়ে, একই সাথে রাস্তা গাড়ির সংখ্যাও বেড়ে যায়। তাই এই সময়টিতে যানজট বেশি লাগে।
দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ইফতারের আগে সড়ক স্বাভাবিক রাখতে ট্রাফিক সদস্যরা কাজ করে যাচ্ছেন। অফিস ছুটির পর একসঙ্গে ঘরে ফেরা মানুষের চাপ পড়লে কিছু সড়কে তীব্র যানজট তৈরি হয়। ইফতারের জন্য সবারই বাসায় ফেরার তাড়া থাকে। রিকশা ও পথচারীদের রাস্তা পারাপারে অন্যান্য গাড়িগুলোকে চলতে হয় ধীরগতিতে। সিগন্যাল ছাড়লেও রিকশা ও পথচারীদের চাপে যানবাহন চলাচল বাধাগ্রস্ত হয়। তখনই যানজট লাগে।

You might also like