হাউজ অব কমন্সের সামনে প্রবাসী বাংলাদেশীরা সমবেত কণ্টে গাইলেন আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি

মতিয়ার চৌধুরী
সত্যবাণী

লন্ডনঃ ব্রিটেনে বসবাসরত দেশপ্রেমিক সর্বস্থরের প্রবাসী বাংলাদেশীরা গতকাল ১৬সেপ্টেম্বর সোমবার লন্ডন সময় সন্ধ্যা ছয় ঘটিকায় ব্রিটিশ পার্লামেন্ট হাউজ অব কমন্সের সামনে সমবেত কণ্ঠে গাইলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ‘‘ আমার সোনার বাংলা আমি তুমায় ভাল বাসি‘‘। স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্মৃতি আজাদ, কবি হাফসা ইসলাম, স্নিগ্ধা মিষ্টি ও মাহমুদ হাসানের আয়োজনে এতে যোগদেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, মানবাধিকার কর্মি, সাংস্কৃতিক কর্মি, সাংবাদিক ব্যবসায়ী সহ সহ হাজারও প্রবাসী বাংলাদেশী।কণ্ট শিল্পি হিমাংসু গোস্বামী, কবি লিপি হালদার, নাট্যকার মজিবুল হক মনি, কন্ঠশিল্পী কাওসার হাবীব, কন্ঠশিল্পী বিউটি শীল, কন্ঠশিল্পী জিনাত শফিক এর নেতৃত্বে সমবেত কণ্টে সকলে গাইলেন ‘‘আমার সোনার বাংলা আমি তুমায় ভালবাসি।‘ এতে বিশিষ্ট জনদের মধ্যে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান, বীর মুক্তিযোদ্ধা লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ফয়েজুর রহমান খান, বীর মুক্তিযাদ্ধা ইঞ্জিনিয়ার মিফতা ইসলাম, মানবাধিকার কর্মি আনসার আহমেদ উল্লাহ, সাংবাদিক মানবাধিকার ব্যক্তিত্ব মতিয়ার চৌধুরী, সাংবাদিক আব্দুল কাদির চৌধুরী মুরাদ, কণ্ট শিল্পি জিনাত সফিক, সাবেক কাউন্সিলার শহিদ আলী, কণ্ঠ শিল্পি রুবাইয়াত জাহান ঝরা সহ ব্রিটেনের বসবাসরত দলমত নির্বিশেষে শত শত প্রবাসী বাংলাদেশী। মুক্তিযুদ্ধ, জাতীয় পতাকা এবং জাতীয় সংগীত নিয়ে সব রকম ষড়যন্ত্র রুখে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করে শপথ নেন সকলে। শপথ বাক্য পাঠ করান বীর মুক্তিযোদ্ধা দেওয়ান গৌস সুলতান।

You might also like