রাবির দুই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা শিক্ষার্থীদের
নিউজ ডেস্ক
সত্যবাণী
রাজশাহী: শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা ও বিভাগে নানা অনিয়মে জড়িতের প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) মনোবিজ্ঞান বিভাগের দুই শিক্ষিকাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে বিভাগের শিক্ষার্থীরা। একইসঙ্গে ৫ দফা দাবি জানিয়েছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে মনোবিজ্ঞান বিভাগের সামনে অভিযুক্ত দুই শিক্ষিকার ছবি সম্বলিত ব্যানারে ‘অবাঞ্ছিত ঘোষণা’ লেখে বিভাগের সামনে টানাতে দেখা যায় শিক্ষার্থীদের।অভিযুক্তরা হলেন, ড. মাহবুবা কানিজ কেয়া ও ড. নাজমা আফরোজ। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক।শিক্ষার্থীদের সঙ্গে আক্রমণাত্মক আচরণ, পর্যাপ্ত ক্লাস না নেওয়া এবং রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম-অবিচার করার অভিযোগ এনে প্রফেসর ড. মাহবুবা কানিজ কেয়াকে অবাঞ্চিত ঘোষণা করেন শিক্ষার্থীরা। অন্যাদিকে সাধারণ শিক্ষার্থীদের বিভিন্নভাবে হেনস্তা, রুমে ডেকে হুমকি ও মিথ্যা অভিযোগ দেওয়া এবং মিথ্যা মামলার ভয় দেখানোর অভিযোগ এনে প্রফেসর ড. নাজমা আফরোজকে বিভাগ থেকে অবাঞ্চিত ঘোষণা করেন তারা।সূত্র: যুগান্তর