স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৩৩, শনাক্ত ২৯৯৬

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৩ হাজার ৪৭১ জন।গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৯৯৬ জন।এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে মিডিয়া বুলেটিনে এ তথ্য জানান অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা।

অতিরিক্ত মহা-পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৮২০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২ হাজার ৯৯৬ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৩ হাজার ৪৭১ জনের মৃত্যু হয়েছে।অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ১ হাজার ৫৩৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৫১ হাজার ৯৭২ জন।এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ১১ হাজার ১৮৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৭ লাখ ৩৪ হাজার ৬৬৪ জন। বিপরীতে সেরে উঠেছেন ১ কোটি ৩১ লাখ ৫৭ হাজার ৫৬ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৪৭১ জনের। মোট আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫০৩ জন।

You might also like