ব্রিকস সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র সচিব

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন ২২-২৩ অক্টোবর রাশিয়ার কাজানে অনুষ্ঠেয় ১৬ তম ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন।মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সকালে বাসসকে জানিয়েছেন, পররাষ্ট্র সচিব আজ রাতে রাশিয়ার উদ্দেশে রওনা হবেন।শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ব্রিকস সদস্য দেশগুলোর পররাষ্ট্র সচিব এবং অন্যান্য আমন্ত্রিত নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে।জসিম উদ্দিনের আগামী ২৫ অক্টোবর বাংলাদেশে ফেরার সম্ভাবনা রয়েছে।ব্রিকস হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, ইরান, মিশর, ইথিওপিয়া এবং সংযুক্ত আরব আমিরাত নিয়ে গঠিত একটি আন্তঃসরকারি সংস্থা।এই বছরের শীর্ষ সম্মেলনের মূল প্রতিপাদ্য হলো, ‘ন্যায্য বৈশ্বিক উন্নয়ন ও নিরাপত্তার জন্য বহুপাক্ষিকতাকে শক্তিশালী করা।ব্রিকস সম্মেল গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যা নিয়ে আলোচনা এবং ব্রিকস উদ্যোগের অগ্রগতি মূল্যায়নের জন্য সদস্য দেশগুলোর নেতাদের একটি মঞ্চ প্রদান করবে।এটি ব্লকের সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে ভবিষ্যতে সহযোগিতার জন্য সম্ভাব্য ক্ষেত্রগুলেও অন্বেষণ করে থাকে।

You might also like