নাশকতা মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেফতার
নিউজ ডেস্ক
সত্যবাণী
সিলেট: সিলেটের কানাইঘাটের ৩নং দিঘিরপার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলী হোসেন ফজলকে গ্রেপ্তার করেছে র্যাাপড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।বুধবার (৩০ অক্টোবর) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নগরের রিকাবী বাজার পয়েন্ট থেকে গ্রেপ্তার করা হয়।তার বিরুদ্ধে গত ২৩ সেপ্টেম্বর এসএমপির মোগলাবাজার থানায় নাশকতা মামলা (নং-১১(৯)’২৪) রয়েছে।গ্রেপ্তার আলী হোসেন ফজল (৫০) কানাইঘাট উপজেলার সড়কের বাজারের মৃত মহিবুর রহমানের ছেলে।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৯) সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে এবং গ্রেপ্তার আসামিকে সিলেটের মোগলাবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।