রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ বানাবেন না: অন্তর্বর্তী সরকারের উদ্দেশে মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ রাজনৈতিক দলগুলোকে প্রতিপক্ষ না বানাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে রাজনৈতিক দল নিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলামের দেওয়া বক্তব্যকে ‘মারাত্মক উক্তি’ বলে মন্তব্য করে তা প্রত্যাহারের আহ্বান জানান তিনি।শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সভার আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।মির্জা ফখরুল বলেন, ‘একজন উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য কাজ করছে, এটা অত্যন্ত ঘোরতর অভিযোগ। আমি তীব্রভাবে এর নিন্দা জানাচ্ছি, প্রতিবাদ করছি এবং আমি মনে করি যে, এই ধরনের উক্তি তার প্রত্যাহার করা উচিত।’ এর সূত্র ধরে সরকারকে উদ্দেশ করে তিনি বলেন, ‘দয়া করে রাজনৈতিক দলগুলোকে বা রাজনীতিকে আপনাদের প্রতিপক্ষ বানাবেন না।’

তথ্য ও সম্প্রচার উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এই উক্তিটা তিনি কী জন্য করেছেন, কোন প্রেক্ষিতে করেছেন আমি জানি না। এই উক্তির গভীরতা উনি বুঝেছেন কি না- তাও আমি জানি না। কিন্তু এটা কিন্তু একটা মারাত্মক উক্তি।সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘রাজনৈতিক দলগুলো আপনাদের সহযোগিতা করছে। সেখানে আপনি যদি বলেন যে, ব্যর্থ করার জন্য কাজ করছে। আমরা হাজার বার বলেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান (তারেক রহমান) বলেছেন- এই সরকার ব্যর্থ হওয়া মানে জনগণ ব্যর্থ হয়ে যাবে, আমরা ব্যর্থ হয়ে যাব। তাহলে এইরকম কথা কেন বলবেন আপনি?দেশে গণতন্ত্র প্রাতিষ্ঠানিকতা না পাওয়া পর্যন্ত বিএনপিকে কাজ করতে হবে বলে এ সময় দলের নেতাকর্মীদের দৃষ্টি আকর্ষণ করেন মির্জা ফখরুল।

You might also like