ছাতকে ব্রিজ একাডেমিতে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত

শামীম আহমদ তালুকদার
সত্যবাণী

সুনামগঞ্জ থেকেঃ স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সুনামগঞ্জের ছাতকের গোবিন্দগঞ্জস্থ ব্রিজ একাডেমিতে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকালে একাডেমির হলরুমে সামাজিক দুরত্ব বজায় রেখে ও স্বাস্থ্য বিধি মেনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগষ্ট কালরাতে শহীদ সকলের আত্মার শান্তি চেয়ে দোয়া কামনা করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের উপর আলোকপাত করেন সভাপতির বক্তব্যে ব্রিজ একাডেমির প্রিন্সিপাল মোস্তাক আহমদ।তিনি বলেন,মাত্র ৫৫ বছরের জীবনে বঙ্গবন্ধু এদেশের মাটি ও মানুষকে গভীর ভালবাসার বন্ধনে বেঁধেছিলেন।বঙ্গবন্ধু’র বিরোধিতাকারীরাও বিশ্বাস করেন,বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ স্বাধীন হতো না।বঙ্গবন্ধু জীবন দিয়ে আমাদের অমৃত দিয়ে গেছেন।তাঁর চেতনা ও আদর্শকে ধারণ করতে হবে। বঙ্গবন্ধু, বাংলাদেশ ও স্বাধীনতা এ তিনটি শব্দ ওতপ্রতোভাবে জড়িত।

You might also like