সাবেক এমপি মোস্তফা জালাল মহিউদ্দিন গ্রেপ্তার

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক এমপি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনকে রাজধানীর মোহাম্মদপুরের মনসুরাবাদ হাউজিং এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।আজ সোমবার (২০ জানুয়ারি) ভোরে তার বিরুদ্ধে হত্যা মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিএমপির মুখপাত্র মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন।তিনি জানান, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় হত্যাসহ একাধিক মামলার আসামি ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিন। সুনির্দিষ্ট তথ্য ও গোয়েন্দা কার্যক্রমের ভিত্তিতে আজ ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের বিরুদ্ধে আইনানুগ পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানান ডিএমপির মুখপাত্র।

You might also like