মালয়েশিয়া থেকে রাতেই দেশে ফিরছেন রায়হান
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ আল-জাজিরায় সাক্ষাৎকার দেওয়ায় মালয়েশিয়া পুলিশের কাছে আটক হওয়া বাংলাদেশি নাগরিক রায়হান কবির দেশে ফিরছেন।আটকের পর তার বিরুদ্ধে কোনও অভিযোগ গঠন করেনি দেশটির পুলিশ।তাই শুক্রবার (২১ আগস্ট) রাতে তাকে দেশে ফেরত পাঠাচ্ছে দেশটির অভিবাসন বিভাগ।রায়হানের ফেরত আসার বিষয়টি নিশ্চিত করেছেন তার আইনজীবী সুমিতা শান্তিনি কিষনা এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের প্রধান শরিফুল হাসান।শরিফুল হাসান বলেন,মালয়েশিয়ার অভিবাসন বিভাগ রায়হানকে ইতোমধ্যে এয়ারপোর্টে নিয়ে গেছে।সে রাত ১টার কিছু পরে দেশে এসে পৌঁছাবে।আমি তাকে নিতে যাবো এয়ারপোর্টে।
এর আগে রায়হানের আইনজীবী জানান,রায়হানের বিরুদ্ধে অভিযোগ গঠন করবে না মালয়েশিয়ার পুলিশ।তাই তাকে ফেরত পাঠানোর প্রস্তুতি নিচ্ছে সে দেশের অভিবাসন বিভাগ।জানা গেছে,শুক্রবার রাত ১টায় মালয়েশিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন।
প্রসঙ্গত,গত ৩ জুলাই ‘লকডআপ ইন মালয়েশিয়ান লকডাউন-১০১ ইস্ট’ শীর্ষক একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে আল-জাজিরা টেলিভিশন। এতে দেখানো হয়, মালয়েশিয়া সরকার মুভমেন্ট কন্ট্রোল অর্ডার (এমসিও)-এর মাধ্যমে মহামারির সময়ে অভিবাসীদের প্রতি বৈষম্যমূলক আচরণ করছে। সেখানে রায়হান কবিরের একটি সাক্ষাৎকার নেওয়া হয়।এরপর সে দেশের অভিবাসন বিভাগ রায়হানকে খুঁজতে থাকে। ছবি প্রকাশ করে রায়হানের বিষয়ে তথ্য জানানোর অনুরোধ করে তারা। এছাড়া প্রতিবেদনের সঙ্গে আল-জাজিরার সংশ্লিষ্ট কয়েকজনকেও জিজ্ঞাসাবাদ করে তারা। এরপর ২৪ জুলাই রায়হান কবিরকে আটক করে দেশটির পুলিশ।