স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত ২১৭৪, মৃত্যু ৩৩

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা চার হাজার ২৮১ জনে পৌঁছালো।প্রথম করোনা শনাক্তের ১৭৭ তম দিনে এসে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো তিন লাখ ১২ হাজার ৯৯৬ জনে।এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭৪ জনের শরীরে শনাক্ত হয়েছে ভাইরাসটি।

সোমবার (৩১ আগস্ট) সোমবার বিকালে সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে দেশে করোনাভাইরাস পরিস্থিতির এই সবশেষ তথ্য জানানো হয়।এতে দেশের ৯২টি পরীক্ষাগারের তথ্য তুলে ধরে জানানো হয়,সেখানে বলা হয়, সকাল ৮টা পর্যন্ত শনাক্ত ২ হাজার ১৭৪ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১২ হাজার ৯৯৬ জন হলো।আর গত এক দিনে মারা যাওয়া ৩৩ জনকে নিয়ে দেশে করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা ৪ হাজার ২৮১ জনে দাঁড়ালো।আইইডিসিআরের হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরো ২ হাজার ৯৮০ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত এক দিনে।তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে ২ লাখ ৪ হাজার ৮৮৭ জন হয়েছে। অর্থাৎ স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী,দেশে এখনো একটিভ করোনা রোগী রয়েছেন এক লাখ আট হাজার ১০৯ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়ে ৮ মার্চ, ২৬ আগস্ট তা তিন লাখ পেরিয়ে যায়। এর মধ্যে ২ জুলাই ৪ হাজার ১৯ জন করোনা রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত।দেশে করোনাভাইরাসে সংক্রমিত প্রথম রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২৫ আগস্ট সেই সংখ্যা চার হাজার ছাড়িয়ে যায়। এর মধ্যে ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা এক দিনের সর্বোচ্চ মৃত্যু।স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ৯২টি ল্যাবে ১২ হাজার ৪৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ১৫ লাখ ৫০ হাজার ২০৩টি নমুনা।

২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৭ দশমিক ৪৬ শতাংশ, এ পর্যন্ত মোট শনাক্তের হার ২০ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।করোনাভাইরাস সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য একটি বিশেষ ওয়েবসাইট (www.corona.gov.bd) চালু রেখেছে সরকার।বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে আড়াই কোটি পেরিয়েছে; মৃতের সংখ্যা পৌঁছে প্রায় সাড়ে ৮ লাখে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান এখন ১৫তম স্থানে। তার মৃতের সংখ্যায় বাংলাদেশ রয়েছে ২৯তম অবস্থানে।

You might also like