করোনা জয় করলেন ১১৩ বছরের বৃদ্ধা
নিউজ ডেস্ক
সত্যবাণী
স্পেনঃ প্রাণঘাতী করোনা ভাইরাসকে হারিয়ে দিয়েছেন মারিয়া ব্রানিয়াস নামের স্পেনের ১১৩ বছর বয়সী এক বৃদ্ধা। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন বয়োজ্যেষ্ঠরা। তবে মারিয়া ব্রানিয়াসের করোনা জয় সবাইকে অবাক করে দিয়েছে।মারিয়া ব্রানিয়াস গত মার্চে স্পেনে লকডাউন জারি করার পর করোনার চিকিৎসা নেয়া শুরু করেন। জানা গেছে, করোনা ভাইরাসের হালকা উপসর্গ ছিল মারিয়ার শরীরে।এ বিষয়ে মারিয়া ব্রানিয়াসের কন্যা একটি টুইট বার্তায় বলেন, তিনি এখন ভালো আছেন।১৯১৭ সালে মেক্সিকোতে জন্ম গ্রহণ করেন মারিয়া ব্রানিয়াস। পরে প্রথম বিশ্বযুদ্ধের সময় তারা পরিবার স্পেনের কাতালান প্রদেশের গিরোনা নামক স্থানে চলে আসেন। মারিয়া ব্রানিয়াসের তিন সন্তান এবং ১১ নাতি-নাতনি রয়েছে। মারিয়া ব্রানিয়াসের প্রথম সন্তানের বয়স এখন ৮৬ বছর। এছাড়া তার প্রথম নাতির বয়স এখন ৬০ বছর।