ছাতকে ভূমি জবর দখলের পায়তারা-থানায় অভিযোগ দায়ের
শামীমআহমদতালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জথেকেঃ সুনামগঞ্জের ছাতকে ভূমি জবর দখলের পায়তারা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত রোববার উপজেলার লাকেশ্বর (মাঝপাড়া) গ্রামের মৃত. আলতাবুর রহমানের ছেলে মতিউর রহমান বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এতে লাকেশরর (পশ্চিমপাড়া) গ্রামের মৃত, আইয়ূব আলীর ছেলে আরশ আলী, আরশ আলীর ছেলে কাদির মিয়া ও বশির মিয়াকে আসামী করা হয়। অভিযোগ উঠেছে আরশ আলী ও তার সহযোগীরা প্রভাবশালী হওয়ায় নিরীহ মতিউর রহমান ও নুরুল ইসলামের ভূমি জবর দখলের পায়তারা করেন। এতে বাধা প্রদান করায় অকাট্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও হুমকি প্রদান করেন আরশ আলী এবং তার সহযোগীরা।
এমনকি ভূমি জবর দখলে ব্যর্থ হয়ে মতিউর রহমান ও নুরুল ইসলামকে প্রাণনামের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ড সদস্য নোয়াব আলী বলেন, আরশ আলী অসহায় লোকজনের ভূমি জবর দখল করে নিচ্ছে। কেউ কিছু বলতে গেলে গালি-গালাজ করে। তিনি আরো বলেন, ৩ বছর আগে কিছু জায়গা তার নামে রেজিষ্টারি করা হয়েছে। কিন্ত ওই পক্ষের টাকা আজ পর্যন্ত দেয়নি। লাকেশ্বর পূর্বপাড়া গ্রামের মটুক মিয়া বলেন, মতিউর রহমান ও নুরুল ইসলাম নিরীহ মানুষ। ২ বছর আগে কিছু জায়গা মাটি ভরাট করে গাছ লাগিয়ে জবর দখল করে নিয়েছে আরশ আলী। তারা জমিতে গেলে গালি-গালাজ করে ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেয়।অভিযুক্ত কাদির মিয়া বলেন, আরশ আলী আমার বাবা। তিনি গালি-গারাজ করেন আমরা নিষেধ করেছি। বাবাতো তাই ফেলে দিতে পারিনা। জমি রেজিষ্টারির পর জানতে পারি জায়গার অন্য মালিক রয়েছে। পরে তিনি স্বীকার করে বলেন ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় লেনদেনের বিষটি সমাধান করবো।এ বিষয়ে ছাতক থানার এসআই মোহাম্মদ আলী বলেন, অভিযোগের প্রেক্ষিতে বুধবার সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।