ছাতকে “ইয়াছিন বাগ ফাউন্ডেশন”র আত্মপ্রকাশ
শামীম আহমদ তালুকদার
সত্যবাণী
সুনামগঞ্জ থেকেঃ শিক্ষা,সেবা,শান্তি এ শ্লোগানকে সামনে নিয়ে আর্থমানবতার সেবার প্রত্যয়ে সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের বাউর গ্রামে “ইয়াছিন বাগ ফাউন্ডেশন’র আত্মপ্রকাশ ঘটেছে। শনিবার সকালে এ উপলক্ষে বাউর গ্রামে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। প্রবিন মুরব্বি শানুর আলীর সভাপতিত্বে ও মাস্টার আবু রেহানের সঞ্চালনায় অনুষ্টিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগ নেতা আফজাল হোসেন। বিশেষ অতিতির বক্তব্য রাখেন, প্রভাষক শাহ শফিকুল আলম মতি, বক্তব্য রাখেন, ফাইন্ডেশনের উদ্যোক্তা আব্দুর রব, অ্যাডভোকেট সাহাব উদ্দিন, ইউপি সদস্য মুহিবুর রহমান তালুকদার জাহাঙ্গীর, ফজলুর রহমান, শফিকুল ইসলাম আফরুজ।এ সময় উপস্থিত ছিলেন, মুরব্বি আব্দুস সহীদ, সিরাজ উদ্দিন, গোলাম রব্বানী, ওলাছ উদ্দিন,আফতাব উদ্দিন, হাজী মকবুল হোসেন, ফয়ছল মিয়া, আনছার আলী, ফজল করিম প্রমুখ।সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী আমির আলী।