ঢাকা-৫ আসনে উপনির্বাচন: ইসিতে বিএনপি প্রার্থীর ৬ অভিযোগ
নিউজ ডেস্ক
সত্যবাণী
ঢাকাঃ ঢাকা-৫ আসনের উপনির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করেছে বিএনপি।মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে নির্বাচন ভবনে এ বৈঠক হয়।বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, তিন কমিশনার, সচিব এবং বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও ঢাকা-৫ আসনে বিএনপি সমর্থিত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন। বৈঠকে ৬টি অভিযোগ করেন বিএনপি প্রার্থী।
অভিযোগপত্রে বিএনপি প্রার্থী বলেছেন, নির্বাচনি প্রচার চালাতে গিয়ে বারবার হামলা, গাড়ি ভাঙচুর, নেতাকর্মীদের বাড়িঘরে হামলাসহ নানারকম বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়েছে। লিখিত ও মৌখিকভাবে রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাসহ ইসিতে বলেও কোনও প্রতিকার পাইনি।বিএনপির প্রার্থী আওয়ামী লীগ প্রার্থীর আচরণবিধি ভঙ্গ, নিরাপত্তা চেয়ে না পাওয়া, নৌকার প্রার্থীর যত্রতত্র পথসভা, বিলবোর্ড, রঙিন পোস্টার লাগিয়ে আচরণবিধি ভঙ্গের অভিযোগ করেছেন।