মেয়রসহ ডিএনসিসির ৯ কর্মকর্তা করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক
সত্যবাণী

ঢাকাঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামসহ মোট ৯ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন।মঙ্গলবার (১৩ অক্টোবর) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

করোনা আক্রান্ত কর্মকর্তারা হলেন— প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়েদুর রহমান, প্রধান সমাজ কল্যাণ কর্মকর্তা তাজিনা সারোয়ার, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ হোসেন, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবেদ আলী, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা সাজিয়া আফরিন এবং জনসংযোগ কর্মকর্তা এএস এম মামুন। এদের মধ্যে প্রধান নিবার্হী কর্মকর্তা ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যরা বাসায় অবস্থান করে চিকিৎসা গ্রহণ করছেন। এ ছাড়া মেয়র মো. আতিকুল ইসলাম, তার স্ত্রী ডা. শায়লা সাগুফতা ও মেয়রের সহকারী একান্ত সচিব-২ রিশাদ মোর্শেদ করোনায় আক্রান্ত হয়ে সরকারি চিকিৎসা সেবার প্রতি আস্থা রেখে কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।আক্রান্ত ব্যক্তিরা সবাই শারীরিক ও মানসিকভাবে স্বাভাবিক ও সবল রয়েছেন। ডিএনসিসি মেয়র নগরবাসীর কাছে দোয়া কামনা করেছেন।

You might also like