ইনজুরিতে মাশরাফি, মাঠে ফেরা অনিশ্চিত

নিউজডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ অধিনায়কত্ব ছেড়ে দিলেও আপাতত ক্রিকেট ছাড়ার ইচ্ছা নেই মাশরাফি মু্র্তজার। আরও কিছুদিন ঘরোয়া ক্রিকেট খেলার আগ্রহ তার। সেই লক্ষ্যে আগামী সপ্তাহ থেকে অনুশীলন শুরু করার কথা ছিল এই পেসারের। কিন্তু তার আগেই ফুটবল খেলতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে কয়েক সপ্তাহের জন্য ছিটকে গেছেন তিনি।

বিসিবি আয়োজিত প্রেসিডেন্ট’স কাপ ওয়ানডে প্রতিযোগিতা মিস করলেও নভেম্বরে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফেরার কথা ছিল তার। কিন্তু চোটে তার ফেরার অপেক্ষা আরও লম্বা হওয়ার শঙ্কা।গত কয়েকদিন হলো সকালে সিটি ক্লাব মাঠে ফুটবল খেলছিলেন মাশরাফি। সেখানেই তিন দিন আগে রানিং করতে গিয়ে হ্যামস্ট্রিং চোটে পড়েছেন মাশরাফি। চোট পাওয়ায় গত দুই দিন রানিং করেননি। বাংলা ট্রিবিউনকে মাশরাফি বললেন, ‘রানিং করতে গিয়ে তিন দিন আগে হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছি। যে কারণে পরের দুদিন আর রানিং করা হয়নি। দেবাশীষ দাদা (বিসিবির প্রধান চিকিৎসক) স্ক্যান করার পরামর্শ দিয়েছেন। তবে এখনও স্ক্যান করাইনি।মাশরাফির চোটের অবস্থা নিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘আমার সঙ্গে ওর ফোনে কথা হয়েছে। তিন দিন আগে রানিংয়ের সময় ও হ্যামস্ট্রিংয়ে ব্যথা পেয়েছে। কী কী করতে হবে, প্রাথমিক সেই চিকিৎসার কথা আমরা ফোনে ওকে জানিয়েছি।’

স্ক্যানের বিষয়টি তিনিও জানালেন, ‘চতুর্থ দিনে একটা স্ক্যান করিয়ে নিলে ভালো হয়। তাহলে আমরা বুঝতে পারবো কতটুকু আঘাত পেয়েছে। আজ চতুর্থ দিন, আমি ম্যাসেজ করে ওকে জানিয়েছি সম্ভব হলে যেন একটা স্ক্যান করে ফেলে।করোনার সময়টাতে মাশরাফির পরিবারের ওপর দিয়ে অনেক ঝড় গেছে। নিজে করোনায় আক্রান্ত হওয়ার পর স্ত্রী সুমনা হক এবং ছোট ভাই মোরসালিন মুর্তজা ও তার স্ত্রী করোনায় আক্রান্ত হন। কিছুদিন পর মাশরাফির বাবা-মাও পজিটিভ হয়েছিলেন। কয়েকদিন আগে ছেলে সাহেল ও মেয়ে হুমায়রা আক্রান্ত হয় করোনায়।করোনাবাধা কাটিয়ে এবার মাঠে ফেরার প্রস্তুতি নেওয়ার আগেই চোটে পড়লেন ওয়ানডেতে বাংলাদেশের সবচেয়ে সফল অধিনায়ক।

You might also like