ইসরাইলের চীনা রাষ্ট্রদূতের মৃতদেহ উদ্ধার

আন্তজার্তিক ডেস্ক
সত্যবাণী

ইসারেয়েলঃ ইসারেয়েলে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত মারা গেছেন। রবিবার তার মরদেহ তেল আবিবের নিজ বাড়িতে পাওয়া গেছে।ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।জানা গেছে, চীনা রাষ্ট্রদূতের নাম ডু ওয়েই। বয়স ৫৮ বছর। তেল আবিব শহরের উত্তরে হার্জলিয়া শহরতলীতে তার অ্যাপার্টমেন্টের বিছানায় মরদেহ পাওয়া গেছে।এই মৃত্যুর কোনও কারণ জানানো হয়নি। ইসরায়েলি পুলিশ জানিয়েছে, এ বিষয়ে তদন্ত করছে তারা।ইসরায়েলের এক পুলিশ মুখপাত্র বলেছেন, পুলিশ ইউনিট ঘটনাস্থলে রয়েছে।

তিনি করোনভাইরাস মহামারির মধ্যে ফেব্রুয়ারিতে রাষ্ট্রদুত নিযুক্ত হন। এর আগে ইউক্রেনে চীনের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছিলেন তিনি।তার একজন স্ত্রী ও পুত্র রয়েছেন।তারা ইসরায়েলে নেই বলে ধারণা করা হচ্ছে।সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইসরায়েল সফর ইস্যুতে মন্তব্য করে তিনি।আর দু’দিন পরেই এই রাষ্ট্রদূতের মৃত্যুর ঘটনা ঘটল।গণমাধ্যম হার্টজকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছিলেন যে, তার উদ্দেশ্য ইসরােয়েল ও চীনের মধ্যকার সম্পর্ককে জোরদার করা।তিনি বলেছিলেন, চীন আইন-শৃঙ্খলা মেনে চলা দায়িত্বশীল দেশ। (করোনাভাইরাস বিরুদ্ধে) চীনের লড়াই সম্পর্কে নানা কথা বলা হয়েছে যা আপত্তিকর। সূত্র : ডেইলি মেইল

You might also like