চ্যাম্পিয়নের মতোই ফিরল বায়ার্ন মিউনিখ

নিউজ ডেস্ক
সত্যবাণী

স্পোর্টস ডেস্কঃ করোনাভাইরাসের কারণে প্রায় দুই মাস বিরতি থাকার পর মাঠে ফিরেই জয় তুলে নিয়েছে বায়ার্ন মিউনিখ। রোববার (১৭ মে) রাতে ইউনিয়ন বার্লিনের মাঠ থেকে ২-০ গোলের সহজ জয় নিয়েই ফিরেছে হ্যানস ডিয়েটের শিষ্যরা।মাঠে ম্যাচ গড়ালেও ইউনিয়নের মাঠেও ছিল করোনা সতর্কতা। গ্যালারি ফাঁকা থাকার পাশাপাশি, বেঞ্চের ফুটবলাররা মাস্ক পরেছিলেন। খেলা শুরু হওয়ার ৪০তম মিনিটে প্রথম গোল আদায় করে নেয় বায়ার্ন। পেনাল্টি থেকে দলের লিড এনে দেন লেভান্ডোভস্কি। লিগে এদিন সর্বোচ্চ ২৬তম গোল করলেন তিনি।পরে দ্বিতীয় গোলের জন্যও প্রায় একই পরিমাণ সময় অপেক্ষা করতে হয়েছে তাদের। ম্যাচের ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফ্রান্সের উদীয়মান তারকা পাভার্দ। জশুয়া কিমিচের কর্ণার কিক থেকে লাফিয়ে উঠে হেডের মাধ্যমে স্কোরশিটে নাম তোলেন তিনি।এ জয়ের ফলে বরুশিয়া ডর্টমুন্ডের সঙ্গে পয়েন্ট ব্যবধান বাড়ল বায়ার্নের। লিগে ২৬ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে বায়ার্নের পয়েন্ট হলো ৫৮। আর ৪ পয়েন্ট কম নিয়ে বরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয়স্থানে।

You might also like